Advertisement
E-Paper

বাস্তু এবং শক্তিতত্ত্বের পারস্পরিক সর্ম্পক

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ০০:০০

বাস্তু মূলতঃ পঞ্চশক্তির প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত। এই শক্তিগুলি হল তেজ (অগ্নি)বায়ু, জল, আকাশ, পৃথিবী(ক্ষিতি অর্থাৎ মাটি)। পৃথিবীতে ‘তেজ’ অর্থাৎ অগ্নিতত্ত্বের উৎস হল সূর্য। বায়ুতত্ত্বের উৎস হল বায়ুমন্ডল। মহাসাগর, নদী ইত্যাদিই হল জলতত্ত্বের কারক। এবং মাটি অর্থাৎ পৃথিবী নিজেই ভূ–চৌম্বক শক্তির আধার। এই পঞ্চতত্ত্ব থেকে উৎপন্ন পৃথক পৃথক শক্তি তরঙ্গগুলির প্রভাবই বাস্তুশাস্ত্রের মুল প্রতিপাদ্য বিষয়। কোন নির্দিষ্ট বাস্তুক্ষেত্রে কার্যরত বা বসবাসকারী কোন ব্যক্তির শরীর ও মস্তিষ্কে এই শক্তি তরঙ্গগুলিই প্রভাব বিস্তার করে থাকে।

বাস্তুর সিদ্ধান্তগুলিকে যাতে আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করে মঙ্গলময় জীবনের অধিকারী হয়ে উঠতে পারেন তার জন্য নিম্নোক্ত ছকটির সিদ্ধান্তগুলি অবশ্যই গ্রহন করতে পারেন –

দিক অধিষ্ঠাতা দেবতা প্রবাহিত শক্তিতরঙ্গের প্রভাব

১। উত্তর ------------কুবের--------ধনপ্রাপ্তি ঘটায়। এই স্থানটি মায়েরও স্থান। তাই উওরদিকের স্থান মুক্ত রাখা উচিত, নইলে মাতৃপক্ষের পীড়া বা কষ্ট উপস্থিত হতে পারে।

২। পূর্ব------------- সূর্য ---------- জ্ঞান ও অধ্যাত্মের পক্ষে সহায়ক হয়। এই দিকটি পিতার স্থান। তাই পূর্ব দিক উন্মুক্ত রাখা উচিত। নইলে গৃহস্বামী কষ্ট উপস্থিত হতে পারে।

৩। পশ্চিম ----------- বরুণ ---------- সফলতা, যশ, এবং ভদ্রতার কারক।

৪।দক্ষিন (অগ্নিকোন) ------------- যম-----------জীবনের সর্বাঙ্গীন বিকাশে বাধা দান করে। বিভিন্ন রকমের প্রতিকুলতা সৃষ্টি করে।

৫। উত্তর-পূর্ব ----------সোম,শিব --------- সুস্বাস্থ্য সম্পত্তি ও সমৃদ্ধি প্রদান করে। সন্তানের জন্মের বিষয়কেও প্রভাবিত করে।

৬। পূর্ব-দক্ষিণ(অগ্নিদায়ক) ----------- অগ্নি ----------- মানব জীবনের স্বাস্থ্য ও উৎসাহ প্রদায়ক।

৭। দক্ষিন-পশ্চিম (নৈঋত কোন) ----------পিশাচ-------গৃহস্থের আচার-বিচার ও ব্যবহার নিয়ন্ত্রন করে।

৮। উত্তর-পশ্চিম (বায়ুকোন)----------বায়ু--------- গৃহস্থের সঙ্গে সামাজিক সম্পর্কের ক্ষেত্র অর্থাৎ শত্রুতা বা মিত্রতার সর্ম্পক নিয়ন্ত্রন করে।

‘পঞ্চতত্ব’ দ্বারা নিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তিগুলির প্রভাব কখনও ধনাত্মক, কখনও ঋনাত্মক প্রকৃতির হয়ে থাকে। বাস্তুভূমির উপর এই প্রভাবগুলি কখনও সুফল প্রদান করে আবার কখনও কুফল প্রদান করে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy