ডিসেম্বর মানেই উৎসবের মরসুম। শীতের আবহে আনন্দ সমাগমে কাটাতেই পছন্দ বাঙালির। বেড়াতে যাওয়া, পিকনিক করা, গানের অনুষ্ঠানে যাওয়ার পাশাপাশি সিনেমা দেখার ঝোঁকও বাড়ে এই সময়ে। ডিসেম্বর জুড়ে মুক্তি পাচ্ছে একের পর এক ছবি। ইতিমধ্যেই বক্সঅফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর’। এর মধ্যে বড়দিনেও মুক্তি পাবে বহু প্রতীক্ষিত কয়েকটি ছবি। রয়েছে বেশ কয়েকটি বাংলা ছবিও। দেখে নেওয়া যাক সেই ছবির তালিকায় কী কী রয়েছে?
১) অ্যাভটার: ফায়ার অ্যান্ড অ্যাশ- এ বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি এটি। জেমস ক্যামেরন পরিচালিত হলিউডের এই ছবি মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভটার’। তার পরে ২০২২ সালে মুক্তি পায় ‘অ্যাভটার: দ্য ওয়ে অফ ওয়াটার’। দুটি ছবিই দর্শকমহলে সাড়া ফেলেছিল।
২) প্রজাপতি ২- বড়দিনে এই ছবিটি দেখতে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের ভিড় হবে, এমনই প্রত্যাশা। ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের এই ছবি। ছবির প্রিকুয়েল দর্শকদের পছন্দ হয়েছিল। তাই অভিজিৎ সেন পরিচালিত এই ছবির ঝলক মুক্তির পর থেকেই তাঁদের আগ্রহ তুঙ্গে। ছবিটি দেবের জন্মদিনে মুক্তি পাচ্ছে। তাই এই ছবি দেখতে দেবের অনুরাগীরা ভিড় করবেন, এমনই অনুমান।
৩) লহ গৌরাঙ্গের নাম রে- সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ঘিরে তাঁর দর্শকের আগ্রহের শেষ থাকে না। ছবির ঝলক শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্য উস্কে দিয়েছিল। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঈশা সাহা, অভিনীত এই ছবিও মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বরেই।
৪) মিতিন: একটি খুনির সন্ধানে- ফের মিতিনের ছবিতে কোয়েল মল্লিককে দেখার জন্য অপেক্ষায় তাঁর অনুরাগীরা। অরিন্দম শীল পরিচালিত এই ছবিও মুক্তি পাবে ২৫ ডিসেম্বরে। বাংলা ছবির বক্সঅফিসে লড়াই চলবে, আশা করাই যায়।
৫) তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি- কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে ফের এই ছবিতে জুটি বাঁধছেন। প্রযোজক কর্ণ জোহর এই রম-কম নিয়ে খুব আশাবাদী। তবে ‘ধুরন্ধর’-এর দাপটের মাঝে এই ছবি কেমন ফল করে সেটাই দেখার। ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।
৬) অ্যানাকোন্ডা- বড়দিন নিয়ে ছোটদের উত্তেজনাও কম থাকে না। হলিউডের এই ছবি দেখতে খুদেরাও যে ভিড় করবে তা আশা করাই যায়। বড়দিনেই মুক্তি পাচ্ছে এই ছবি।
৭) ৪৫- প্রচার তেমন নেই এই ছবির। তবে থ্রিলার নিয়ে বর্তমানে মানুষের আগ্রহ প্রবল। তাই এই দক্ষিণী ছবিও দেখা যেতে পারে বড়দিনের মরসুমে। হিন্দি-সহ পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবিটি।