Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জ্যোতিষীর উত্তর

শ্রী পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০০:০০
Share: Save:

১. আমার জন্ম ২৭, ১১, ১৯৮৮। সকাল ১০টা ৪০ মিনিটে খুলনায়।আমার কেরিয়ার কেমন যাবে জানাবেন।
বর্তমানে আপনি শনির দশার শেষ ভাগ ভোগ করছেন। ২০১৭ এর মধ্যে নানা প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। তবে আগামী ২০১৭ সালের মধ্যেই আপনি বুধের দশা প্রাপ্ত হবেন উক্ত দশায় আপনাকে অনেক প্রতিকুল অভিগতার সম্মুখীন হতে হবে দশা প্রতিকার বাঞ্ছনীয়। জীবনের শেষ পর্যায় আপনার পক্ষে সৌভাগ্য দায়ক। আপনার জন্ম কুন্ডুলীতে মালব্য যোগ বিদ্যমান।

২. আমার জন্ম ১৪ মার্চ ১৯৫৬ সালে। আলিপুর দুয়ারে। বহুদিন ধরেই গলার সংক্রমনে ভুগছি।ইতি মধ্যে মুন স্টোন, গোমেদ, প্রবাল আর ক্যাটস আই পরছি। এর থেকে মুক্তি পাওয়ার উপায় বলবেন। ভবিষ্যত কেমন যাবে জানাবেন।
প্রত্যেক জাতক / জাতিকার ক্ষেত্রে জন্ম সময়টি খুব গুরুত্বপূর্ন।কাল্পনিক জন্ম সময় অনুসারে আপনার শরীরের দুর্বল অংশ হল গলা,ঘা্‌ড়, এবং চোখ।বর্তমানে আপনি রাহুর দশা ভোগ করছেন। অতিরিক্ত অনিয়মের জন্য একাধিকবার স্বাস্থ্যভগ্নের সম্ভাবনা দেখা যায়। দশা প্রতিকার করনীয়।তারা মায়ের পূজা করুন।নিজের সামর্থ সর্ম্পকে আপনার বিশ্বাস আছে। সঠিক ভাবে চলতে পারলে কিছু শুভ ফল আশা করা যায়। বৃহস্পতিবার শুক্লপক্ষে তুলসী গাছে দুধ ও জল মিশ্রিত করে ঢালুন। আর্থিক প্রাপ্তির শ্রীবৃদ্বি হবে।

৩. আমার মেয়ের নাম অভিপ্সা রায়।জন্ম ২৯,০৭, ২০১৩। সোমবার সকাল ৯টা ৩৫ মিনিট। তার স্বাস্থ্য ভীষনই খারাপ যাচ্ছে। আমরা খুবই চিন্তিত। তার কি জীবন হানির কোনও আশঙ্কা রয়েছে? কী করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে জানাবেন।
পৌলমী রায়, মুম্বাই।
আপনার মেয়ে বর্তমানে কেতুর দশা ভোগ করছে। দশা প্রতিকার অবশ্যই করনীয়।উপযুক্ত চিকিৎ সা অবশ্যই করনীয়। বর্তমান কালে অনেক কঠিন রোগের উপযুক্ত চিকিসা আছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আগামী ২০১৭ সাল পর্যন্ত সর্তকতার সঙ্গে চলতে হবে। রক্ষা কবজ ধারন করাতে পারেন।

৪. আমি শম্ভুনাথ সাহা। সন্দ্ব্যা ৬টা ২৫ মিনিটে। কলকাতায় আমার জন্ম। তারিখ ১৯৭১ সালের ২২শে জানুয়ারি।চলতি বছরে প্রমোশন পাওয়ার কি কোন সম্ভাবনা রয়েছে?
আপনি বর্তমানে শুক্রের দশা ভোগ করছেন।সঙ্গেঁ আপনার শনির সাড়ে সাতি চলছে।সব বিষয় ভেবে চিন্তে পদক্ষেপ ফেলুন। এই বছর প্রমোশনের ক্ষেত্রে প্রতিকুল অবস্থা লক্ষনীয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE