Advertisement
৩০ এপ্রিল ২০২৪

লোকনাথ বাবার পুজোর দিন এই কাজগুলি করে বাবার আশীর্বাদ পান ও বিপন্মুক্ত হন

‘জয় বাবা লোকনাথ’ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনও বাধা থেকে মুক্তি পাওয়া যায়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ০০:১২
Share: Save:

‘রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব’— বলেছিলেন ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ।

‘জয় বাবা লোকনাথ’ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনও বাধা থেকে মুক্তি পাওয়া যায়। যদি খুব ভক্তি সহকারে মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায়, তা হলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তাঁর আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই।

সোমবার ১৯ জ্যৈষ্ঠ, ৩ জুন লোকনাথ বাবার পুজো। যে কোনও শুভ কাজ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্তি পেতে একবার লোকনাথ বাবার নাম স্মরণ করতে হবে। লোকনাথ বাবা খুব সহজেই তাঁর ভক্তদের ওপর সন্তুষ্ট হন। তিনি মনে করেন, সকল ভক্তই তাঁর সন্তান। তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে সব সময় ব্যাকুল থাকেন।

লোকনাথ বাবার পুজোর উপকরণ:

ফুল: তাঁর পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল ও বেলপাতা।

ফল: তালশাঁস ও কালোজাম।

মিষ্টান্ন ভোগ: মিছরি বা তাল মিছরি, যে কোনও সাদা মিষ্টি।

এই দিন কোন কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করে বিপদ মুক্ত হওয়া যায়:

• এই দিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। মহেশ্বররের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে।

• এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হবে।

• মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের দান করতে হবে।

• কারও জন্মকুণ্ডলীতে যদি বিষযোগ, দারিদ্রযোগ বা কেন্দ্রদ্রুম যোগ থেকে থাকে, তা হলে অবশ্যই এই দিন লোকনাথ বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার পুজো করা যায়, তা হলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি।

আরও পড়ুন: রান্নাঘরে এই জিনিসগুলো ঠিক ভাবে না থাকলে জীবনে নেমে আসতে পারে বিপর্যয়

• জয় বাবা লোকনাথ

জয় ব্রহ্ম লোকনাথ

জয় শিব লোকনাথ

জয় গুরু লোকনাথ

এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার যদি লোকনাথ বাবার পুজো করা যায়, তা হলে বাবার আশীর্বাদ ও সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Loknath Loknath baba Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE