Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হস্তরেখার কিছু অজানা দিক

প্রত্যেক মানুষের করতল বিশেষ ভাবে পরীক্ষা করলে বিশেষ বিশেষ অংশ লক্ষ্য করা যায়. সেগুলি ভিন্ন ভিন্ন নামে পরিচিত।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

প্রত্যেক মানুষের করতল বিশেষ ভাবে পরীক্ষা করলে বিশেষ বিশেষ অংশ লক্ষ্য করা যায়. সেগুলি ভিন্ন ভিন্ন নামে পরিচিত।

১। ব্রহ্ম তীর্থ, ২। পিতৃ তীর্থ, ৩। পিতৃস্থান, ৪। মাতৃস্থান, ৫। ভ্রাতৃস্থান, ৬। বন্ধুস্থান, ৭। বিদ্যা ও সন্তানস্থান, ৮। কর্মস্থান, ৯। করতলের মূলস্থান, ১০। করতলের মধ্যস্থান ইত্যাদি।

অঙ্গুলিসমূহের অগ্রভাগকে ‘দেবতীর্থ’ বলে। করতলের বিভিন্ন অংশে বিভিন্ন দেবতার বাস। ‘দেব/দেবীর চন্দনাদি লেপন করে আরাধনা করার সময় অঙ্গুলীর অগ্রভাগের সংযোগ ঘটালে অতি দ্রুত শুভফল লাভ হয়। প্রত্যূষে হস্ততলের প্রতি দৃষ্টিপাতে অগ্রভাগে দেবী লক্ষ্মী, মধ্যভাগে দেবী সরস্বতী, মূলভাগে নারায়ণের অধিষ্ঠান অনুভূত হয়’।

আঙুলগুলি মুড়লে, ঘোরালে, পরস্পর জুড়লে বিভিন্ন রকম রেখা, মুদ্রা বা চিহ্ন লক্ষিত হয়, যাদের প্রতিটির মধ্যেই কোনও না কোনও বৈজ্ঞানিক তথ্য আছে।

আরও পড়ুন: বিবাহিত জীবনে চন্দ্রের প্রভাব সম্বন্ধে জেনে নিন

মণিবন্ধ- মণিবন্ধের রেখা সকল ভঙ্গুর হওয়া শুভ লক্ষ্মণ নয়। এই স্থানের রেখা স্পষ্ট অভঙ্গুর হলে তা সৌভাগ্যর লক্ষ্মণ।

মণিবন্ধের এপ্রান্ত থেকে ওপ্রান্ত তিনটি টানা রেখা শৃঙ্খলাকার থাকলে জাতক রাজা হয়।

মণিবন্ধে শৃঙ্খলাকার দু’টি রেখা থাকলে জাতক বুদ্ধিমান হয়।

মণিবন্ধে শৃঙ্খলাকার একটি রেখা থাকলে জাতক ধনী হয়।

যদি কোনও জাতিকার মণিবন্ধের প্রথম রেখা হাতের পাশ দিয়ে বেরিয়ে যায় তবে সেই জাতিকার প্রসবকালীন কষ্ট হয়।

যদি বুড়ো আঙুলের প্রথম পর্বে ‘ক্রস’ চিহ্ন থাকে, শুক্রক্ষেত্র উন্নত হয় বা ‘জালচিহ্ন’ যুক্ত হয় তবে সেই জাতক বা জাতিকা অন্য স্ত্রী/পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়।

তর্জনীর প্রথম পর্বে ‘তারকা’ চিহ্ন থাকলে সেই জাতক/জাতিকার জীবনে কোনও সৌভাগ্যের ঘটনা ঘটে।

কনিষ্ঠা বা কড়ে আঙুলের সূচনায় আড়াআড়ি রেখা চৌর্যপ্রবৃত্তির ঈঙ্গিত দেয়।

মধ্যমার তৃতীয় পর্বে আড়াআড়ি রেখা শারীরিক কষ্ট নির্দেশ করে এবং এটি অশুভ চিহ্ন। প্রথম পর্বে আড়াআড়ি রেখা আত্মহত্যা প্রবণ মানসিকতা বোঝায়।

কনিষ্ঠার ওপর অনেক রেখা থাকলে ব্যবসা দ্বারা প্রভূত ধন উপার্জন নির্দেশ করে। এই চিহ্ন কোটিপতির লক্ষ্মণ বোঝায়।

শনি ও বৃহস্পতির আঙুলের মধ্যস্থলে তিনটি সরলরেখার অবস্থান জীবনের শেষ ভাগ (রূপান্তর রেখা) সম্মান ও ধনসম্পত্তির হানি বোঝায় এবং সেই জাতক বা জাতিকা দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।

তর্জনীর মূলদেশে ‘স্ক্রু’ চিহ্ন বা আড়াআড়ি রেখা থাকলে তা সন্ন্যাসের নির্দেশসূচক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Palmistry Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE