Advertisement
০৬ মে ২০২৪

ষষ্ঠমুখী রুদ্রাক্ষের গুনাগুণ

পার্বতী নন্দন কার্তিকের শক্তির একান্ত কেন্দ্রবিন্দু এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারনে বিদ্যা, বৃদ্ধি, বুদ্ধি, জ্ঞান ভাল রূপ ফল প্রাপ্তি হয়ে থাকে। যিনি এই রুদ্রাক্ষ ধারন করেন দেব সেনাপতি কার্তিক তাঁর সকল কর্মে সহায়ক হন। যে কোনও কঠিন বিপদ থেকে তিনি রক্ষা পাবেন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০০:৫৬
Share: Save:

পার্বতী নন্দন কার্তিকের শক্তির একান্ত কেন্দ্রবিন্দু এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারনে বিদ্যা, বৃদ্ধি, বুদ্ধি, জ্ঞান ভাল রূপ ফল প্রাপ্তি হয়ে থাকে। যিনি এই রুদ্রাক্ষ ধারন করেন দেব সেনাপতি কার্তিক তাঁর সকল কর্মে সহায়ক হন। যে কোনও কঠিন বিপদ থেকে তিনি রক্ষা পাবেন।

স্বয়ং কার্তিক বলেছেন ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ধারনকারী ব্যক্তি আমার সুনজরে থাকেন। সুযোগ থাকলেও কেউ তাঁর কোনও ক্ষতি সাধনে সক্ষম হবে না। তবে মন্ত্র পাঠ করে এই রুদ্রাক্ষের মালা ধারন করা উচিত।

যাবতীয় সাংসারিক কলহ থেকে এই রুদ্রাক্ষ মুক্তি প্রদান করে থাকে। জীবের গতি মুক্তির দাতা কিন্তু এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। যে সব ছাত্র-ছাত্রীদেরগণের লেখাপড়া করার আদৌ ইচ্ছা জাগে না বিধি-সম্মতভাবে এই রুদ্রাক্ষ গলদেশে ধারন করালে ভীষণভাবে মেধার পরিবর্তন হয়। তাই অনেকে খোঁজ খবর নেয় এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষের।

• ষষ্ঠমুখী রুদ্রাক্ষ বুদ্ধিদান করে। পরীক্ষার্থীদের এটা বিশেষ ফলদায়ক।

• শাস্ত্রে বলা আছে ষষ্টমুখী রুদ্রাক্ষ স্বয়ং কার্তিক। এই রুদ্রাক্ষ দক্ষিন হস্তে ধারন করলে বুদ্ধি ও শক্তি দারুনভাবে প্রকাশ পায়।

• অনন্ত মানসিক শান্তি লাভের জন্য রুদ্রাক্ষ ধারন করা উচিত। এর ধারনে মন যেমন পরিষ্কার থেকে যায় তেমনি কোনও প্রকার দুশ্চিন্তা স্থান পায় না।

• এই রুদ্রাক্ষ ব্যবহারে পুণ্যের শেষ নেই। তাই রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি কিছু কাজ বা সাহায্য করে তারও কল্যান হয়। ধারণকারীকে যে অন্নদান করে তাঁর সাতকুল রুদ্রলোক প্রাপ্তি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rudraksh Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE