স্বপ্নে বিভিন্ন জিনিস দেখা নিয়ে জ্যোতিষশাস্ত্রে নানা ব্যাখ্যা রয়েছে। ঘুমের মধ্যে আমরা যে সব স্বপ্ন দেখে থাকি, সেই সকল জিনিসের আলাদা আলদা অর্থ রয়েছে। স্বপ্নে দেখা প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। কিছু স্বপ্নের ফল খুব শুভ হয়, আর কিছু স্বপ্নের ফল অশুভ। কিন্তু সাধারণ মস্তিষ্কে সেগুলি বোঝার ক্ষমতা আমাদের নেই। তাই কিছু উদ্ভট স্বপ্ন আমার হেসেই উড়িয়ে দিই।
ঘুমের মধ্যে টাকার স্বপ্ন প্রায় মানুষই দেখে থাকেন। কখনও দেখেন প্রচুর টাকার মাঝে বসে রয়েছেন, কখনও আবার টাকা হারিয়ে যাওয়ার স্বপ্নও দেখেন। টাকা সম্পর্কিত ভাল স্বপ্ন দেখলে মন যেমন উৎফুল্ল হয়ে যায়, তেমনই টাকা হারানোর স্বপ্ন দেখলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সেই স্বপ্ন যদি সত্যিতে রূপান্তরিত হয় এই চিন্তায়। তবে শাস্ত্র জানাচ্ছে স্বপ্নে টাকা দেখার নেপথ্যে রয়েছে গভীর কারণ। জেনে নিন সেগুলি কী।
মানুষ কেন টাকার স্বপ্ন দেখেন?
- স্বপ্নে যদি নিজেকে হঠাৎ টাকা খুঁজে পেতে দেখেন তা হলে বুঝবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। আপনি এত দিনে নিজের যোগ্যতা বুঝতে পারছেন, নিজেকে ভালবাসতে শিখছেন। সেই কারণেই অপ্রত্যাশিত অর্থলাভের স্বপ্ন দেখছেন।
- টাকা হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখা মানেই যে অশুভ তা নয়। এটি আপনার হীনম্মন্যতার প্রকাশ ঘটায়। কোনও কিছু নিয়ে চিন্তায় থাকলে, বিশেষ করে অর্থ সংক্রান্ত চিন্তা মাথায় ঘুরে বেড়ালে এই স্বপ্ন আসে।
- স্বপ্নে যদি দেখেন যে আপনার চারিপাশে মুদ্রা ছড়িয়ে পড়ে আছে বা পড়ছে, তা হলে সতর্ক হওয়া বাঞ্ছনীয়। এই স্বপ্ন দেখা শুভ নয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এর অর্থ আপনি সামনেই কোনও বড় অর্থহানির সম্মুখীন হতে চলেছেন।
- অন্যের থেকে আপনি টাকা নিচ্ছেন, এই স্বপ্ন দেখা শুভ বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এটি অর্থভাগ্য মজবুত হওয়ার ইঙ্গিত দেয়। এর মানে শীঘ্রই জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।
আরও পড়ুন:
- স্বপ্নে কেউ আপনার টাকা চুরি করে পালাচ্ছে দেখলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। বরং খুশি হন। এর মানে আপনার সকল আটকে থাকা কাজ একে একে মিটে যাবে। হঠাৎ অর্থপ্রাপ্তিও হতে পারে। চিন্তার কোনও কারণ নেই।