দৈনন্দিন জীবনে আমরা অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যাতে আমাদেরই ক্ষতি হয়। এই সকল ‘ভুল’ কাজের ফলে গ্রহেরা অসন্তুষ্ট হয় এবং আমাদের গ্রহদোষের শিকার হতে হয়। গ্রহদোষের ফল হয় মারাত্মক। সাজানো জীবন তছনছ হতে বেশি সময় লাগে না। গ্রহদোষের প্রভাবে আমরা নানা দিক থেকে সমস্যার সম্মুখীন হই। তাই কয়েকটা কাজ করা থেকে আমাদের বিরত থাকা উচিত। কোন কাজগুলি করবেন না এবং করলে কী হতে পারে জেনে নিন।
আরও পড়ুন:
কোন কাজগুলি একেবারেই করতে নেই?
১) সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই বিছানা গোছান না, পরিষ্কার করেন না। বিছানা যেমন অবস্থায় থাকে, তেমন অবস্থাতেই রেখে দেন। এই কাজ করলে রাহু এবং শনি, দুই গ্রহই খারাপ প্রভাব দান করে। এর ফলে জীবনে নানা দিক থেকে সমস্যা আসে।
২) স্নান করার পর স্নানঘর নোংরা অবস্থায় রেখে দিলে এবং ভেজা জামাকাপড় বাথরুমে জমিয়ে রাখলে কোষ্ঠীতে চন্দ্র গ্রহ খারাপ হয়। এর ফলে এঁদের মানসিক স্থিতি বিঘ্নিত হয়। যখন-তখন রেগে যান এবং মানসিক অশান্তিতে ভোগেন।
আরও পড়ুন:
৩) জোরে জোরে শব্দ করে হাঁটলে রাহু রুষ্ট হন। এর ফলে তাঁদের মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কখনও কোনও কাজ করেই এঁরা শান্তি পান না।
৪) যাঁরা খুব চিৎকার করে কথা বলেন, তাঁদের শনি গ্রহ খারাপ হয়। এর ফলে সফলতার পথে সর্বদা বাধার সম্মুখীন হতে হয়। বহু চেষ্টা করেও জীবনে এগিয়ে যেতে পারেন না।
আরও পড়ুন:
৫) অপরের সঙ্গে অকথ্য ভাষায় কথা বললে, মানুষকে অপমান করলে এবং সম্মান না করলে কোষ্ঠীতে বৃহস্পতি এবং বুধ, দুটো গ্রহই খারাপ ফল দেয়। দেবগুরু রুষ্ট হওয়ার ফলে সমাজে মানসম্মান, প্রতিপত্তি কমে যায়। আর বুধ গ্রহের প্রভাবে জীবনে উন্নতি করা যায় না।