তুলসী একটি অত্যন্ত পবিত্র গাছ। হিন্দু ধর্মে এই গাছের মাহাত্ম্য বিশেষ। কথিত আছে, যে বাড়িতে তুলসীগাছ থাকে, সেই বাড়িতে সর্বদা নারায়ণের কৃপা বজায় থাকে। তুলসীপাতা ছাড়া শ্রীবিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না। তবে তুলসীগাছ বাড়িতে রাখা যেমন মঙ্গলের, তেমনই ভুল উপায়ে তুলসীগাছ রাখলে হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি। তুলসীগাছ রাখার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক। সংসারে সুখ-সমৃদ্ধি ধরে রাখতে চাইলেও তুলসীগাছ রাখায় যেন কোনও অনিয়ম না হয় সেই বিষয়ে লক্ষ রাখতে হবে। তুলসীগাছ যদি কোনও কারণ ছাড়াই হঠাৎ শুকিয়ে যায়, তা হলে সেটিও অমঙ্গলের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এর নেপথ্যে থাকতে পারে নানা কারণ। জেনে নিন সেগুলি কী কী।
আরও পড়ুন:
তুলসীগাছ হঠাৎ শুকিয়ে গেলে কী কী হতে পারে?
অর্থসঙ্কট: তুলসীগাছ শুকিয়ে যাওয়ার অর্থ হতে পারে মা লক্ষ্মী রুষ্ট হয়েছেন। এর ফলে জীবনে প্রবল অর্থসঙ্কট নেমে আসতে পারে। অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা বোঝায়।
নেগেটিভ শক্তি: বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলেও তুলসীগাছ শুকিয়ে যায়। পজ়িটিভ শক্তির হ্রাস ঘটে।
পারিবারিক সমস্যা: বাড়ির লোকেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটার ইঙ্গিতও বোঝায় শুকনো তুলসীগাছ। এই গাছ শুকিয়ে যাওয়ার অর্থ হল পরিবারের সদস্যদের মধ্যে কলহ বৃদ্ধি পেতে চলেছে।
আরও পড়ুন:
দুর্বল বুধ: বুধ গ্রহকে সবুজ জিনিসের কারক গ্রহ মনে করা হয়। বাড়িতে তুলসীগাছ শুকিয়ে যাওয়ার অর্থ বাড়ির কোনও সদস্যের কোষ্ঠীতে বুধ গ্রহ দুর্বল হয়ে যাওয়াও বোঝায়।
পিতৃদোষ: পিতৃদোষ থাকলেও তুলসীগাছ বার বার শুকিয়ে যায় বলে মনে করছে শাস্ত্র। এ ক্ষেত্রে একের পর এক নতুন গাছ নিয়ে আসলেও সেগুলি বেশি দিন জীবিত থাকে না। কিছু দিন পর পরই শুকিয়ে যায়।
আসন্ন বিপদ: বিশ্বাস করা হয় যে, পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ কিছু ঘটার আশঙ্কা থাকলেও তুলসীগাছ শুকিয়ে যায়। আসন্ন বিপদের ইঙ্গিত বোঝাতে তুলসীগাছকে শুকিয়ে যেতে দেখা যায়।
আরও পড়ুন:
প্রতিকার:
- তুলসীগাছকে শুকিয়ে যাওয়া থেকে আটকাতে অবশ্যই সেটির ভাল করে যত্ন নিতে হবে। না হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না। গাছের অযত্ন করলে সেটি শুকিয়ে যাওয়াই স্বাভাবিক। সেটিকে দু’বেলা শুদ্ধ বসনে জল দিতে হবে।
- এ ছাড়া, তুলসীগাছ শুকিয়ে যাওয়ার পর সেটিকে আর বাড়িতে রাখা যাবে না। শীঘ্রই সেটিকে সেই স্থান থেকে সরিয়ে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। ভুলেও সেটিকে ময়লা ফেলার জায়গায় বা কোনও নোংরা স্থানে ফেলবেন না। এতে অমঙ্গল আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
- শুকনো গাছ সারানোর পর নতুন চারাগাছ এনে বসাতে হবে। উত্তর বা উত্তর-পূর্ব দিক তুলসীগাছ রাখার জন্য আদর্শ।
- তুলসীগাছের আশপাশের জায়গা পরিষ্কার রাখুন। সেখানে আবর্জনা জমিয়ে রাখা যাবে না। প্রতি দিন সন্ধ্যাবেলা গাছটির গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালান। রাত্রিবেলা গাছটিকে স্পর্শ করবেন না বা সেটির পাতা ছিঁড়বেন না।