প্রতিটি রাশিরই নিজস্ব কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই সকল বৈশিষ্ট্যের মধ্যে কিছু খারাপ হয়, আবার কিছু ভাল হয়। ভাল-খারাপ মিশিয়েই একটা মানুষ গঠিত হন। এই সকল বৈশিষ্ট্যর অনেকগুলোই আমাদের মধ্যে আসে রাশিগত দিক দিয়ে। আমাদের উপর কোন গ্রহের প্রভাব রয়েছে, আমাদের রাশি কী, আমাদের জন্মসংখ্যা প্রভৃতির উপর আমরা কেমন মানুষ হব সেটা অনেকটা নির্ভর করে। শাস্ত্রমতে, রাশিচক্রের চার রাশির ব্যক্তিরা একটু বেশি আবেগপ্রবণ হন। তাঁরা কোনও পরিস্থিতির বিচার বুদ্ধি দিয়ে করার বদলে আবেগ দিয়ে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। জেনে নিন তাঁরা কারা।
আরও পড়ুন:
কোন রাশির ব্যক্তিরা বেশি আবেগপ্রবণ হন?
মেষ: বুধ দ্বারা পরিচালিত মেষ রাশির জাতক-জাতিকারা সাহসী হন। যে কোনও প্রকার ঝুঁকি নিতে তাঁরা কুণ্ঠাবোধ করেন না। কিন্তু কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এঁরা এঁদের বিচারবোধকে কাজে লাগান না। উপরন্তু আবেগের বশে যেটা ঠিক মনে হয় সেটাই করে ফেলেন। এই কারণে বহু ক্ষেত্রে এঁদের নানা অসুবিধারও সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন:
মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা রহস্য পছন্দ করেন। কোনও ব্যাপারেই একঘেয়েমি এঁদের পছন্দ নয়। এঁরা সর্বদা নতুন কিছু করে দেখতে ভালবাসেন। জীবনকে আরও আকর্ষণীয় করে তুলতে চান। আর সেটা করতে গিয়েই মিথুনেরা নিজেদের বিচারবুদ্ধিকে কাজে লাগাতে ভুলে যান। বদলে আবেগের বশে এমন কাজ করা বসেন যার ফলে আখেরে নিজেদেরকেই পস্তাতে হয়।
আরও পড়ুন:
ধনু: বৃহস্পতি দ্বারা পরিচালিত ধনু রাশির জাতক-জাতিকারা তাঁদের আবেগের জন্য বিখ্যাত। এই রাশির ব্যক্তিরা স্বাধীনতার সঙ্গে জীবন কাটাতে পছন্দ করেন। কী করা উচিত, কী করা উচিত নয় সেই সব এঁদের কেউ বলে দিক এটা একদম পছন্দ করেন না। ফলত মাঝেমধ্যেই আবেগতাড়িত হয়ে এঁরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
কুম্ভ: মিথুনের মতোই কুম্ভ রাশির জাতক-জাতিকারাও রোমাঞ্চ পছন্দ করেন। কোনও কাজ করার আগে তাঁরা ভেবে দেখেন না। যা মন চায়, আবেগের বশে তা-ই করে বসেন। এর ফলে কুম্ভ রাশির ব্যক্তিদের মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয়।