হিন্দু ধর্মের সকল মানুষের কাছ শ্রাবণের আলাদা মাহাত্ম্য রয়েছে। সমুদ্রমন্থনের সময় এই মাসেই মহাদেব বিষ গলাধঃকরণ করেছিল বলে মনে করা হয়। শ্রাবণ মাসটি শিব-পার্বতীর পুনর্মিলনের মাস হিসাবেও খ্যাত। এই মাসে তাই ভোলেবাবার পাশাপাশি মাতা পার্বতীর উপাসনা করলেও বিশেষ ফল লাভ হয়। যে কোনও ভগবানের আরাধনা করারই বিশেষ নিয়মকানুন রয়েছে। সেই সকল নিয়মের মধ্যেই পড়ে উপযুক্ত ফুল দান। সব দেবতাকে সব ফুল দেওয়া যায় না। এতে হিতে বিপরীত হওয়ার শঙ্কা থাকে। শ্রাবণ মাসে শিবঠাকুরকে কোন ফুল ও পাতা দানে কী ফল লাভ হবে সে বিষয়ে একটা ধারণা দেওয়া হল।
আরও পড়ুন:
-
ভিন্ন জিনিস অভিষেকে ফলপ্রাপ্তি হয় ভিন্ন, মনোবাঞ্ছা অনুযায়ী শ্রাবণে কী দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন দেখে নিন
-
শ্রাবণ মাসে না খাওয়ার তালিকায় নানা খাবার, বিশেষ দু’টি সব্জি খেলে রুষ্ট হন মহাদেব! কী কী খাওয়া যেতে পারে?
-
বেলপাতা আর ধুতরো ফুলেই হবে না, শিবশম্ভুকে স্নান করাতে শ্রাবণের চারটি সোমবার ভিন্ন রস ব্যবহারে ভাগ্য বদলাবে
শ্রাবণে ভোলেবাবাকে কী কী ফুল ও পাতা দিয়ে পুজো করা শুভ?
· শিবের পুজোয় বেলপাতার ব্যবহার আবশ্যক। এই পাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায়। খেয়াল রাখতে হবে, তিনটি পাতাযুক্ত বেলপাতাই যেন বাবার মাথায় দেওয়া হয়। নচেৎ বাবা রুষ্ট হন। এই পাতা ব্যবহারে জীবনের সকল সমস্যা খুব সহজেই দূর হয়।
· বেলপাতা ছাড়া শিবের পুজোয় অশ্বত্থ পাতাও ব্যবহার করা যেতে পারে। স্কন্দপুরাণ মতে, ব্রহ্মা, বিষ্ণু ও শিব অশ্বত্থ গাছের পাশে থাকতেন। প্রত্যেকের আলাদা আলাদা জায়গা ছিল। তাই এই পাতা দেওয়া যেতে পারে। এর প্রভাবে জীবন থেকে শনির দোষ কেটে যাবে।
· ভোলেবাবা শিউলি ফুলও খুব পছন্দ করেন। জীবনে সম্পদ ও সমৃদ্ধি লাভের জন্য শিউলি ফুল ব্যবহার করুন।
আরও পড়ুন:
· ধুতরো মহাদেবের অত্যন্ত পছন্দের একটি ফুল। সন্তানসুখ লাভ করতে ও সংসারে শান্তি বজায় রাখতে ধুতরো ফুল দিয়ে শিবের উপাসনা করুন।
· মনের মতো জীবনসঙ্গী পেতে বেলগাছের ফুল দিয়ে মহাদেবের উপাসনা করুন।
· অর্থের সঙ্কট কাটিয়ে উঠতে নীলকণ্ঠ বা নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে মহাদেবের পুজো করুন।