শ্রাবণ অত্যন্ত পবিত্র একটা মাস। এই মাসটি হল মহাদেবের জন্মমাস। শ্রাবণ মাসে সোমবার করে অনেকেই মহাদেবের উপবাস করেন। এই বছর চারটে সোমবার রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, এই চারটে সোমবারে মহাদেবকে যদি এক একটা জিনিসের রস অর্পণ করা যায়, তা হলে খুব উপকার পাওয়া যায়। জীবন থেকে নানা সমস্যা কেটে যায়। টাকাপয়সা সংক্রান্ত সমস্যা কেটে যায়, প্রেম-ভালবাসার দিক থেকেও ভাল ফল লাভ হয়। জীবনে সমৃদ্ধি আসে। যে কোনও সমস্যার হাত থেকেই মুক্তি পাওয়া যায়। পর পর চারটে সোমবার এক একটা রস অর্পণ করতে হবে। এর ফলে মহাদেবের আশীর্বাদ বছরভর আপনার সঙ্গেই থাকবে।
আরও পড়ুন:
দেখে নেব প্রথম থেকে শেষ সোমবার পর্যন্ত কিসের রস অর্পণ করতে হবে:
প্রথম সোমবার: প্রথম সোমবার আমলকির রস অর্পণ করতে হবে। আমলকি থেকে রস বার করে নিয়ে সেটিকে ছেঁকে নিতে হবে। তার পর সেই রসটি অর্পণ করতে হবে। খেয়াল রাখবেন রসটির মধ্যে যেন কোনও আমলকির কুঁচি বা অন্যান্য কোনও ময়লা না থাকে।
দ্বিতীয় সোমবার: দ্বিতীয় সোমবার আখের রস অর্পণ করতে হবে। বাজারে তৈরি আখের রস না ব্যবহার করাই ভাল। বাড়িতে আখ এনে রস তৈরি করে শিবের মাথায় ঢালতে পারলে খুব ভাল হয়। রসটির মধ্যে যেন আখের ছিবড়া না থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
আরও পড়ুন:
তৃতীয় সোমবার: তৃতীয় সোমবার বেদানার রস অর্পণ করতে হবে।
চতুর্থ সোমবার: চতুর্থ সোমবার কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং চিনি একত্রে অর্পণ করতে হবে।
এই মহা-উপায় যদি করতে পারা যায় তা হলে মহাদেবের কৃপায় জীবন থেকে প্রচুর সমস্যা দূর হয়ে যায় এবং জীবন সুখ-শান্তিতে ভরে থাকে।