Advertisement
২৬ এপ্রিল ২০২৪
money

সারা বছর মানিব্যাগ টাকা ভর্তি রাখতে এবং অশুভ মঙ্গলের প্রভাব কাটাতে করুন এই টোটকা

লগ্নে মঙ্গল থাকলে মানুষ কর্তৃত্বপরায়ণ এবং ইচ্ছাশক্তিতে পরিপূর্ণ থাকেন। এ ছাড়া অশুভ মঙ্গল মানুষের অতিরিক্ত রাগ ও জেদ বাড়িয়ে তোলে এবং সামান্য কারণেই এঁদের মাথা গরম হওয়ার প্রবণতা দেখা যায়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫২
Share: Save:

বিশুদ্ধতার প্রতীক হল মঙ্গল। জন্মছকে মঙ্গলের গুরুত্ব রয়েছে প্রবল। জন্মছকে অশুভ মঙ্গলের প্রভাব থাকা খুব একটা ভাল বলে মনে করা হয় না। অশুভ মঙ্গলের প্রভাব যদি কারও ওপর থাকে, তা হলে সেই ব্যক্তির জীবন খুব একটা মঙ্গলময় হয় না।

লগ্নে মঙ্গল থাকলে মানুষ কর্তৃত্বপরায়ণ এবং ইচ্ছাশক্তিতে পরিপূর্ণ থাকেন। এ ছাড়া অশুভ মঙ্গল মানুষের অতিরিক্ত রাগ ও জেদ বাড়িয়ে তোলে এবং সামান্য কারণেই এঁদের মাথা গরম হওয়ার প্রবণতা দেখা যায়।

অনেকেই এমন আছেন যাঁদের জন্মছকে মঙ্গলের স্থান অশুভ থাকে এবং মঙ্গলের অশুভ প্রভাব থাকে তাঁরা কী ভাবে এই প্রভাব কাটিয়ে উঠতে পারবেন তার সমাধান খোঁজেন। জ্যোতিষ শাস্ত্রে এই সমস্যা সমাধানের নানা উপায় রয়েছে। তার মধ্যে একটি উপায় দেওয়া হল।

টোটকা

একটা নিখুঁত পান পাতা ভাল করে ধুয়ে তার ওপর কমলা রঙের সিঁদুর, সামান্য কেশর এবং চন্দন এক সঙ্গে মিশিয়ে ‘শ্রী রাম’ লিখুন এবং হনুমানজীর চরণে রেখে দিন। যদি এই কাজটি সকালে করা হয় তা হলে পাতাটা তার পরের দিন সকালে হনুমানজীর চরণ থেকে তুলে যে কোনও শুদ্ধ স্থানে নিজের কাছে রেখে দিন। প্রতি দিন স্নান করে পান পাতাটা নিজের মাথায় ঠেকিয়ে নিন। পান পাতাটা শুকিয়ে গেলে পুনরায় এই কাজটি করা যেতে পারে।

টাকা পয়সা সারা বছর মানিব্যাগে রাখতে হলে এই একই কাজ করতে হবে। এ ক্ষেত্রে পান পাতাটা নিজের মানিব্যাগে রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE