Advertisement
০৭ মে ২০২৪

আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, জেনে নিন সময়সূচি

যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখা বরাবর থাকে আর চাঁদের অবস্থান পৃথিবী ও সূর্যের মাঝখানে হয়, তখন চাঁদের ছায়া পৃথিবীর কোনও না কোনও অংশের ওপর গিয়ে পড়ে। ফলে এই অংশ প্রায় অন্ধকার হয়ে আসে। একেই বলে সূর্যগ্রহণ। 

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।- ফাইল চিত্র।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।- ফাইল চিত্র।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ০০:০০
Share: Save:

যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখা বরাবর থাকে আর চাঁদের অবস্থান পৃথিবী ও সূর্যের মাঝখানে হয়, তখন চাঁদের ছায়া পৃথিবীর কোনও না কোনও অংশের ওপর গিয়ে পড়ে। ফলে এই অংশ প্রায় অন্ধকার হয়ে আসে। একেই বলে সূর্যগ্রহণ। আগামী ২ জুলাই ২০১৯ সালে হতে চলেছে পূর্নগ্রাস সূর্যগ্রহণ। অবশ্য এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। সুতরাং বলা যেতে পারে, ভারতেবসবাসকারী কোনও ব্যক্তির উপর গ্রহণের প্রভাব পড়বে না। সুতরাং অদৃশ্য গ্রহণে স্নানদানাদি ও পাকপাত্র পরিত্যাগ করা বিধি নিষিদ্ধ নয়। কিন্তু গ্রহণ দর্শনের এলাকায় এই বিধান পালনীয়।

এখন দেখে নেওয়া যাক এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য স্থান:

দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকার দক্ষিণাংশ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই গ্রহণ দেখা যাবে।

এ বার দেখে নেওয়া যাক ভারতীয় সময় অনুসারে এই পূর্নগ্রাস সূর্যগ্রহণের সময়, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

বাংলা তারিখ: ১৭ আষাঢ়, ১৪২৬ মঙ্গলবার।

ইং তারিখ: ২ জুলাই ২০১৯।

আরও পড়ুন: বিয়ের তত্ত্বে ভুল করেও এই জিনিসগুলি রাখবেন না

সময়:

পৃথিবীতে স্পর্শাদিকাল (ভারতীয় প্রমাণ সময়ে ঘণ্টা ও মিনিটে)

গ্রহণ স্পর্শ: রাত্রি ঘ ১০/২৫ মিনিট।

অমাস্ত রাত্রি ঘ ১২/৪৬ মিনিট।

পূর্নগ্রাস আরম্ভ: রাত্রি ঘ ১১/৩২ মিনিট।

পূর্ণগ্রাস সমাপ্তি: রাত্রি ঘ ০২/১৪ মিনিট।

গ্রহণ মধ্য: রাত্রি ঘ ১২/৫৩ মিনিট।

গ্রহণ মোক্ষ: রাত্রি ঘ ০৩/২১ মিনিট।

গ্রাসমান- ১.০৪৫৬

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বাংলা তারিখ: ১৬ আষাঢ়, ১৪২৬ মঙ্গলবার।

ইং তারিখ: ২ জুলাই ২০১৯।

সময়:

পৃথিবীতে স্পর্শাদিকাল (ভারতীয় প্রমাণ সময়ে ঘণ্টা ও মিনিটে)

গ্রহণ স্পর্শ (আরম্ভ): রাত্রি ঘ ১০/২৫ মিনিট।

পূর্ণগ্রাস আরম্ভ: রাত্রি ঘ ১১/৩২ মিনিট।

পূর্ণগ্রাস সমাপ্তি: রাত্রি ঘ ০২/১৪ মিনিট।

গ্রহণ মধ্য: রাত্রি ঘ ১২/৫৩ মিনিট।

গ্রহণ মোক্ষ: রাত্রি ঘ ০৩/২১ মিনিট।

গ্রাসমান- ১.০৪৫৬

পূর্ণগ্রাস স্থিতি: ২ ঘঃ ৪২ মিনিট।

পূর্ণগ্রাস স্থিতি: ৪ ঘঃ ৫৬ মিনিট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Solar Eclipse Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE