Advertisement
০২ মে ২০২৪
Maha Shivratri

Maha Shivratri: মনোবাঞ্ছা পূর্ণ করতে মহা শিবরাত্রির দিন করুন এই বিশেষ টোটকা

অনেক সময় না বোঝা কিছু সমস্যা হঠাৎ করেই আমাদের সামনে এসে যায়। এর ফলে আমাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। এমন অবস্থায় যখন কিছু ভেবে উঠতে পারি না তখন জীবন হতাশায় ভরে ওঠে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ০৯:১৯
Share: Save:

২০২২ সালের ১ মার্চ মঙ্গলবার পালিত হবে শিবরাত্রি উৎসব। মহা শিবরাত্রির দিন অনেকেই মহাদেবের উদ্দেশে উপবাস রেখে পুজো করে থাকি। এই দিন অনেকেই নিজের মনস্কামনা মহাদেবের কাছে জানিয়ে থাকেন।

অনেক সময় না বোঝা কিছু সমস্যা হঠাৎ করেই আমাদের সামনে এসে যায়। এর ফলে আমাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। এমন অবস্থায় যখন কিছু ভেবে উঠতে পারি না তখন জীবন হতাশায় ভরে ওঠে।

মহা শিবরাত্রির দিন বিশেষ কিছু টোটকা রয়েছে যা সঠিক নিয়মে পালন করতে পারলে কিছুটা হলেও সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

আরও পড়ুন:

টোটকা

• শিবরাত্রির দিন উপবাস থেকে পুজো করার সময় আমরা অনেকেই শিবের মাথায় দুধ, গঙ্গাজল এবং ডাবের জল ঢালি। এ ক্ষেত্রে চেষ্টা করুন ডাবটা যেন এমন হয় যার ভেতর হালকা নারকেল সৃষ্টি হয়েছে। অর্থাৎ ডাবে যেন শাঁস থাকে। শিবলিঙ্গে ঢালার পর সেই ডাবের জল সামান্য পরিমাণ নিজের মাথায় ছিটিয়ে নিন এবং নিজের মনের কামনা জানান।

• যে বাড়িতে না চাইতেও নিত্য ঝামেলা লেগেই রয়েছে সেই বাড়ির উত্তর-পূর্ব কোণে একটা শিব-পার্বতির ছবি লাগান।

• বাড়িতে শিবলিঙ্গ থাকলে এই দিন তার সামনে বা যে কোনও শিবের মন্দিরের সামনে নানা রং দিয়ে রঙ্গোলি বানান।

• এই দিন যে কোনও বেলগাছের তলায় ঘিয়ের প্রদীপ অর্পণ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maha Shivratri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE