জ্যোতিষশাস্ত্রে আমাদের সঙ্গে ঘটে চলা বিভিন্ন ঘটনার কিছু না ব্যাখ্যা রয়েছে। আমাদের সাধারণ মস্তিষ্কে যে ঘটনাকে নিছকই কাকতালীয় বা স্বাভাবিক মনে হয়, শাস্ত্র সেটিরই একটি বিশ্লেষণ ও কারণ আমাদের সামনে তুলে ধরতে সাহায্য করে। সে সকল সাধারণ ঘটনার মধ্যে একটি হল ভ্রু লাফানো। চোখের পাতা লাফানো সম্বন্ধে আমরা অনেকেই জানি। চোখের পাতা লাফালে কী হয় সেই ব্যাপারে আমাদের একটি ধারণা রয়েছে। কিন্তু ভ্রু লাফানোর ব্যাপারে অনেকেরই জানা নেই। জ্যোতিষশাস্ত্র মতে, ভ্রু লাফানোরও নানা ব্যাখ্যা রয়েছে। ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সেই বিশ্লেষণ বদলে যায়। কোন দিকের ভ্রু নড়ছে তার উপরও অনেক কিছু নির্ভর করে।
আরও পড়ুন:
ভ্রু লাফানোর ব্যাখ্যা:
মেয়েদের ডান দিকের ভ্রু লাফানো: মেয়েদের ক্ষেত্রে ডান দিকের ভ্রু লাফানো শুভ নয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এটি আসন্ন কোনও বিপদের ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। ডান দিকের ভ্রু লাফালে তাই সতর্ক হওয়া বাঞ্ছনীয়। বিশেষ করে, অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে। মেয়েদের ক্ষেত্রে ডান দিকের ভ্রু লাফানো আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়।
ছেলেদের ডান দিকের ভ্রু লাফানো: ছেলেদের ক্ষেত্রে ডান দিকের ভ্রু লাফানো শুভ লক্ষণ বয়ে আনে। বহু দিন ধরে যে শুভ সংবাদ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, সেই সংবাদ এ বার পেতে পারেন। এরই সঙ্গে ছেলেদের ডান দিকের ভ্রু লাফানো হঠাৎ অর্থপ্রাপ্তির ইঙ্গিতও দেয়। আটকে থাকা টাকা হাতে আসতে পারে বা নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন।
আরও পড়ুন:
মেয়েদের বাঁ দিকের ভ্রু লাফানো: শাস্ত্রমতে, মেয়েদের বাঁ দিকের ভ্রু লাফানো একটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি আর্থিক ক্ষেত্র উন্নত হওয়ার ইঙ্গিত দেয়। মেয়েদের বাঁ দিকের ভ্রু লাফানো প্রিয়জনের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় হওয়ার ইঙ্গিতও বহন করে আনে। এর অর্থ কাছের মানুষের ব্যাপারে আপনি এমন কোনও খবর পাবেন যা আপনাকে আনন্দ দেবে এবং সম্পর্কে নতুন রং লাগবে।
আরও পড়ুন:
ছেলেদের বাঁ দিকের ভ্রু লাফানো: ছেলেদের বাঁ দিকে ভ্রু লাফানো ভাল নয়। এটি অশুভ ইঙ্গিত বহন করে আনে। ছেলেদের বাঁ দিকের ভ্রু লাফানো অদূর ভবিষ্যতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা বোঝায়। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কোনও বড় ক্ষতি হতে পারে বলে মনে করা হয়।