সাধারণ মানুষদের কাছে স্বপ্ন যতই অর্থহীন হোক, আদতে যে কোনও স্বপ্নেরই গভীর অর্থ থাকে। সব স্বপ্ন দেখেই যে আমাদের আনন্দ হয় তা নয়। কিছু স্বপ্ন এমনও হয় যা মনে শঙ্কার জন্ম দেয়, নানা প্রশ্ন জাগায়। তবে স্বপ্ন যা-ই হোক, তার কিছু না কিছু অর্থ থাকে। স্বপ্নে আমরা কী দেখব তাতে আমাদের কোনও হাত নেই। কিন্তু স্বপ্ন দেখা অত্যন্ত অশুভ বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। স্বপ্নে দেখা সেই ‘অশুভ’ জিনিসগুলি আমাদের জীবনে ঘটতে চলা আসন্ন বিপদের শঙ্কা বহন করে নিয়ে আসে। স্বপ্নে কোন জিনিসগুলি দেখা শুভ নয় ও দেখলে কী করবেন জেনে নিন।
আরও পড়ুন:
অশুভ স্বপ্নের তালিকায় কোনগুলি?
বিয়ে ভাঙার স্বপ্ন: স্বপ্নে নিজের বিয়ে দেখা যেমন শুভ, তেমনই নিজের বা অন্য কারও বিয়ে ভাঙতে দেখা ততোধিক অশুভ। এর অর্থ আপনার জীবনের কোনও গুরুত্বপূর্ণ সম্পর্কে ভাঙন ঘটতে চলেছে। সময় থাকতে সতর্ক হলে ফলের পরিবর্তন ঘটতে পারে।
কোনও হিংস্র পশুর দ্বারা তাড়া খাওয়া: স্বপ্নে যদি আপনার পিছনে কোনও ক্ষিপ্ত বন্য প্রাণীকে ছুটে আসতে দেখেন, তা হলে বুঝবেন শীঘ্রই কোনও শারীরিক সমস্যা আপনাকে গ্রাস করতে চলেছে। এই স্বপ্ন দেখাও শুভ নয় বলে মনে করা হয়। স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।
ভগবান রেগে আছেন: ভগবানের স্বপ্ন দেখা শুভ। কিন্তু সেই স্বপ্নে ভগবান যদি আপনার উপর রেগে থাকেন, তা হলে সেটি কখনওই শুভ স্বপ্ন হিসাবে গণ্য করা যাবে না। এর মানে আপনি এমন কোনও কাজ করেছেন যার ফলে দেবতা আপনার উপর রুষ্ট হয়েছেন। এই স্বপ্ন দেখলে প্রায়শ্চিত্ত করার প্রস্তুতি নিন।
আরও পড়ুন:
মৃত ব্যক্তি আপনাকে ডাকছে: স্বপ্নে মৃত ব্যক্তির দেখা পাওয়া বিশেষ অশুভ না হলেও, তিনি যদি আপনার সঙ্গে কথা বলতে চান বা হাত বাড়িয়ে ডাকেন তা হলে সেটি চিন্তার বিষয়। এর মানে তিনি আপনাকে এমন কোনও কথা বলতে চান যা জীবিত অবস্থায় তিনি জানিয়ে যেতে পারেননি। এমন স্বপ্ন দেখলে মৃত ব্যক্তির আত্মাকে শান্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি করা উচিত।
খারাপ স্বপ্ন দেখলে কী করবেন?
সাধারণ মানুষ কোন স্বপ্নটি খারাপ আর কোন স্বপ্নটি ভাল সেটার বিচার সে ভাবে করে উঠতে পারেন না। স্বপ্নে যা দেখে আমরা ভয় পাই, সেটিকেই আমরা খারাপ স্বপ্নের তকমা দিয়ে দিই। তবে স্বপ্ন যা-ই হোক না কেন সেটিকে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র। বদলে করা যেতে পারে অন্য কয়েকটি কাজ।
আরও পড়ুন:
১. স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম ভেঙে গেলে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রটি তত ক্ষণ জপ করে যান, যত ক্ষণ না আপনার মন শান্ত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
২. পরদিন সকালে কোনও শিবমন্দিরে গিয়ে মহাদেবের কাছে স্বপ্নটি সম্বন্ধে জানান ও তাঁর মাথায় জল ঢালুন। মন্দিরে যাওয়া সম্ভব না হলে বাড়িতেও এই কাজ করতে পারেন। তবে স্বপ্নটি যেন অন্য কারও কানে না যায় সে বিষয়টি মাথায় রাখতে হবে।
৩. কোনও প্রবাহিত জলের কাছে গিয়ে স্বপ্নটি সম্বন্ধে জানাতে পারেন। এতে মন হালকা হবে বলে মনে করা হয়।