(৫) আত্মিক সংখ্যা ৫ (পাঁচ): আত্মিক সংখ্যা ৫ প্রচুর প্রাণশক্তি ও অদম্য কর্মক্ষমতার অধিকারী। এদের কাছে কর্ম মানে চলা, থেমে থাকা নয়। নিজের বুদ্ধিমত্তার উপর নির্ভর করে, নিজের প্রেরণা বলে এরা কাজ করতে চায়। এদের আত্মিক শক্তির বলে এরা সহজেই অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে। আত্মিক পাঁচ-এর জাতক/জাতিকারা প্রবল ভাবে জানার ব্যাপারে ভীষণ কৌতূহলী হয়। এরা আবার ভীষণ কল্পনাপ্রবণ এবং সব ধরনের যোগাযোগ রক্ষায় সক্ষম।
(৬) আত্মিক সংখ্যা ৬ (ছয়): ৬ এর জাতক/জাতিকারা জগত ও জীবনকে দেখে ভালবাসা ও সৌন্দর্যের দৃষ্টিতে। এরা মানুষে মানুষে প্রতিযোগিতা চায় না, এরা চায় সহযোগিতা। এরা শিল্পজগতের কাছের মানুষ। ঘর, সংসার ও সামাজিকতার বাইরে এরা যেতে চায় না। এরা সুখ ও শান্তিতে প্রবল ভাবে বিশ্বাসী।
(৭) আত্মিক সংখ্যা ৭ (সাত): আত্মিক সংখ্যা ৭ কে কেউ সাধক বা তপস্বীর সংখ্যা বলে। কম বেশি এরা সকলেই একাকী বা নিরালায় থাকতে ভালবাসে। এরা মনে করে নিরালা এবং নীরবতা আত্মা ও মনের নিজস্ব খোরাক। যত উঁচু বা দার্শনিক ভাবনায় জীবন কাটাতে পারা যায়, ততই এদের আত্মার পক্ষে মঙ্গলকর। তাই কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, সুরকার, সাইকিক, সবাই আত্মিক সাতের লোক। এরা ভীষণ স্পর্শকাতর মানসিকতার মানুষ হয়ে থাকে।
(৮) আত্মিক সংখ্যা ৮ (আট): জগতকে নানা জন নানা চোখে দেখে, আটের জাতক/জাতিকারা জগতকে দুঃখ, কষ্ট, যন্ত্রণার দৃষ্টিতে দেখে থাকে। ৮ জ্যোতিষ মতে শনির সংখ্যা। আধ্যাত্মিক জগতের লোকেরা ৮-কে দেখে যোগীর সংখ্যা হিসেবে। ৮-এর মানুষ কঠোর শৃঙ্খলাপরায়ণ বা গভীর অনুশীলনে বিশ্বাসী। ৮ আবার গণতন্ত্রের সংখ্যা। আট সংখ্যার মানুষের গণজাগরণের কথা বলে। ৮ সবার সমান অধিকারে বিশ্বাসী।