Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Marak Planet

Marak Planet: লগ্নের মারক গ্রহ কাকে বলে এবং তার প্রতিকারই বা কী?

সাধারণত জ্যোতিষ শাস্ত্রে লগ্নের দ্বিতীয় এবং সপ্তম রাশির অধিপতি গ্রহ মারক গ্রহ। শাস্ত্রমতে কিছু নিয়ম মেনে মারক গ্রহ নির্বাচন করতে হয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ০৭:৫৮
Share: Save:

সাধারণত জ্যোতিষ শাস্ত্রে লগ্নের দ্বিতীয় এবং সপ্তম রাশির অধিপতি গ্রহ মারক গ্রহ। শাস্ত্রমতে কিছু নিয়ম মেনে মারক গ্রহ নির্বাচন করতে হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, মারক গ্রহের দশাকালে (মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা) যে মৃত্যু অনিবার্য, তা নয়। মারক গ্রহের দশাকালে মৃত্যুতুল্য কষ্ট প্রাপ্তির সম্ভাবনা, দুর্ঘটনা, মানসিক, শারীরিক কষ্ট প্রাপ্তির বা দুর্ভাগ্যজনক পরিস্থিতির সম্ভাবনা প্রবল হয়। মারক গ্রহের দশাকাল জীবনে একাধিক বার এলে জীবনে কেবল সমস্যা দান করবে তা নয়, বরং কিছু ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাও থাকে। কতটা শুভ বা অশুভ ফল প্রাপ্তি হবে তা নির্ভর করে জন্মকুণ্ডলীতে মারক গ্রহের বা অন্যান্য গ্রহের অবস্থান এবং দশা-অন্তর্দশার এবং গোচরকালীন গ্রহের অবস্থানের উপর।

কোন লগ্নের মারক গ্রহ কী—

মেষ লগ্নের মারক গ্রহ শুক্র।

বৃষ লগ্নের দ্বিতীয় এবং পঞ্চম ক্ষেত্রের অধিপতি বুধ। বুধ পঞ্চম ক্ষেত্রের ও অধিপতি হওয়ার কারণে মারকত্ব কম। সপ্তম রাশির অধিপতি মঙ্গল বৃষ লগ্নের মারক গ্রহ।

মিথুন লগ্নের দ্বিতীয় অধিপতি চন্দ্র মারক গ্রহ। বৃহস্পতি সপ্তম এবং দশম স্থানের অধিপতি হওয়ার কারণে মারকত্ব কম। মঙ্গল মারক গ্রহের ভূমিকা পালন করে।

কর্কট লগ্নের দ্বিতীয় অধিপতি রবি চন্দ্রের মারক নয়। শনি গ্রহ কর্কট লগ্নের মারক গ্রহের ভূমিকা পালন করে।

সিংহ লগ্নের বুধ দ্বিতীয় পতি হলেও শনি মারক গ্রহের ভূমিকা পালন করে।

কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বিতীয় পতি হলেও মারক নয়। মঙ্গল মারক গ্রহের মতো অশুভ।

তুলা লগ্নের মঙ্গল দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি। মঙ্গল তুলা লগ্নের মারক গ্রহ।

বৃশ্চিক লগ্নের বৃহস্পতি দ্বিতীয় স্থানের অধিপতি হলেও মারক নয়। শুক্র মারক গ্রহ।

ধনু লগ্নের দ্বিতীয় অধিপতি শনি মারক গ্রহ। বুধ মারক হলেও শনির তুলনায় কম শক্তিশালী।

মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল মারক গ্রহ। চন্দ্র ও বৃহস্পতিও খুব শুভ নয়।

কুম্ভ লগ্নের বৃহস্পতি মারক গ্রহ।

মীন লগ্নের মারক গ্রহ শুক্র।

মারক গ্রহের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশাকালে জীবনধারার পরিবর্তন, গৃহদেবতার পূজা, দান এবং বিভিন্ন প্রকার প্রতিকারে অশুভত্ব হ্রাস সম্ভব। দেবাদিদেব মহাদেবের পূজা এ সব ক্ষেত্রে বিশেষ শুভফল প্রদান করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marak Planet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE