শাস্ত্রমতে, তামা, রুপো, সোনার নানা উপকারিতা রয়েছে। এগুলিকে শুভ ধাতু হিসাবে মনে করা হয়। এদের মধ্যে তামা হল সূর্যদেবের ধাতু আর রুপো হল চন্দ্রদেবের ধাতু। এই সকল ধাতু দিয়ে বানানো গয়না পরার নানা উপকারিতা রয়েছে। গয়না যে কেবল আমাদের বাহ্যিক সৌন্দর্যের বৃদ্ধি ঘটায় তা নয়, অন্যান্য নানা কাজে আসে গয়না। তামার আংটি ধারণের নানা উপকারিতা রয়েছে যেগুলি আমাদের অনেকের কাছেই অজানা। তবে এই আংটি সকলের সহ্য হয় না। সেটি কী করে বুঝবেন সে সম্বন্ধেও বলা থাকল এই প্রতিবেদনে।
আরও পড়ুন:
তামার আংটি ধারণের নিয়ম কী ও কোন আঙুলে পরতে হয়?
শাস্ত্র অনুসারে, তামার আংটি ধারণের উপযুক্ত দিনটি হল রবিবার। আংটিটিকে ধারণের আগে গঙ্গাজলে ভিজিয়ে রাখতে হবে। তার পর সেটিকে দুধ ও মধু দিয়ে ধুয়ে নিতে হবে। এর পর একটা পরিষ্কার কাপড় দিয়ে সেটিকে মুছে নিয়ে, সেটিকে কিছু ক্ষণ রোদের তলায় রেখে দিন। এতে তাতে যদি কোনও নেগেটিভ শক্তি থেকে থাকে তা কেটে যাবে। স্নানের পর শুদ্ধ বস্ত্র ধারণ করে এই আংটি পরতে হবে। ডান বা বাঁ, যে কোনও হাতের অনামিকায় এই আংটি পরা যেতে পারে। অনামিকাকে সূর্যের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এই আঙুলে তামার আংটি পরলে জন্মছকে রবির শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
আরও পড়ুন:
তামার আংটি ধারণের উপকারিতা কী কী?
১. তামার আংটি পরলে চোখে পড়ার মতো আর্থিক উন্নতি হয়।
২. জন্মছকে রবির দোষের পরিমাণ অনেকটা কমে যায় তামার আংটির প্রভাবে।
৩. সূর্যদেবের কৃপা লাভ করা যায়। সূর্যদেবের কৃপায় ধনসম্পদ, পুত্র, আয়ু, বিদ্যা, যশ, মিত্র, কীর্তি, বৈভব, সুখ-স্বাচ্ছন্দ্য ইত্যাদি লাভ করা যায়।
৪. জন্মপত্রিকায় মঙ্গলের স্থান যদি দুর্বল থাকে, তা হলে সেই দোষ থেকেও মুক্তি দেয় তামার আংটি।
৫. তামার আংটি পরলে শরীরের ব্যথা-বেদনা থেকে মুক্তি পাওয়া যায়। ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। পেটের অসুখও কম হয়।
আরও পড়ুন:
কারা তামার আংটি পরবেন না?
অনেকেরই নানা ধাতুতে অ্যালার্জি থাকে, তামাও সেই সকল ধাতুর মধ্যেই পড়ে। আপনার যদি তামার আংটি পরে হাত চুলকোয় তা হলে শীঘ্রই সেই আংটি ত্যাগ করতে হবে। এ ছাড়া তামার আংটি পরার পর যদি মনে হয় সমস্যা কমার বদলে বেড়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে তামার আংটি আপনার জন্য ঠিক নয়। তৎক্ষণাৎ সেই আংটি খুলে ফেলতে হবে। এ ছাড়া রোগে ভোগার পরিমাণ বৃদ্ধি পেলেও তামার আংটি পরে থাকা চলবে না। জন্মছকে সূর্য যদি সঠিক অবস্থানে থাকে তা হলে তামার আংটি না পরলেও চলে। অনামিকা বাদে অন্যান্য আঙুলে তামার আংটি না পরাই ভাল।