Advertisement
০২ মে ২০২৪
Astro Tips

বিয়ের পর আপনার সংসার কী সুখের হবে? প্রেমিকার মুখ দেখে কী ভাবে বুঝবেন, জানাচ্ছে জ্যোতিষ

প্রেমিকার মুখের কিছু বৈশিষ্ট্য দেখলেই বোঝা যাবে, তাঁর ব্যক্তিত্বের কিছু বিশেষ দিক নিয়ে। বিয়ে পর সংসার সুখের হবে কি না, তা জানতে জ্যোতিষের কিছু নিয়ম জেনে নিন।

প্রেমিকার মুখের কিছু বৈশিষ্ট্য দেখলেই বুঝতে পারবেন বিয়ের পর সংসার যেমন হবে।

প্রেমিকার মুখের কিছু বৈশিষ্ট্য দেখলেই বুঝতে পারবেন বিয়ের পর সংসার যেমন হবে। ছবি: সংগৃহীত।

শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৮:২২
Share: Save:

নারী শরীরের এক একটি অঙ্গ বলে দিতে পারে তাঁর চরিত্র সম্পর্কে। শরীরের প্রতিটি অঙ্গ দিয়েই দেহের গঠন তৈরি হয় এবং সেই দেহের গঠন থেকেই বলা যায় যে তিনি কেমন হবেন। বহু যুগ আগে এমন কিছু মানুষ ছিলেন যাঁরা নারীর মুখ দেখে বলে দিতে পারতেন, তিনি কেমন প্রকৃতির হবেন। সংসার সুখী রাখতে পারবেন কি না। বিশেষ করে মুখের মধ্যেই লুকিয়ে থাকে নারী চরিত্রের রহস্য।

মুখের নানা বৈশিষ্ট্য এক জন নারীর বিষয়ে কী বলে?

১। যে নারীর ভ্রু চোখ থেকে অনেকটা বেশি দূরত্বে থাকে, তিনি একটু স্বাধীনচেতা হয়। নিজের পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দেন। বেশি আত্মকেন্দ্রিক হন।

২। দুটো ভ্রুর মধ্যে বেশি দূরত্ব থাকলে সে নারী প্রচুর কষ্ট সহিষ্ণু হন। তাঁর সহ্য ক্ষমতা হয় অতুলনীয়।

৩। যে নারীর মুখ লম্বা কম ও চওড়া বেশি, তাঁর আত্মবিশ্বাস প্রবল হয় এবং যাঁর লম্বার তুলনায় চওড়া কম হয়, তাঁর খুব তাড়াতা়ড়ি সব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

৪। উপরের ঠোঁট ও নাকের মধ্যে যত বেশি দূরত্ব থাকবে, সে নারী তত বেশি হাস্যরসিক হবেন। তিনি সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করবেন।

৫। যে নারীর চোখের মণির রং যত বেশি গাঢ়, তাঁর ভালবাসা ও যৌন চাহিদাও তত বেশি হয়।

৬। যাঁদের চোখের পাতায় কোনও ভাঁজ থাকে না, তাঁদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষ্মমতা খুব বেশি হয়।

৭। চোখের পাতা খুব বেশি ঘন ও মোটা থাকলে তাঁর বিশ্লেষণ ক্ষমতা বেশি হয়।

৮। উপরের ঠোঁট যত বেশি মোটা হয় তাঁর কথায় ও আচরণের মধ্যে ভদ্রতা খুব বেশি প্রকাশ পায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astro Tips Marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE