Advertisement
E-Paper

পরিশ্রমী, উপকারী স্বভাবের জন্য অপরের মনে জায়গা করে নেন, তিন নক্ষত্রের অধীনে জন্মান ‘লক্ষ্মীমন্ত’ জাতিকারা

বিভিন্ন নক্ষত্রের অধীনে থাকা মানুষদের মধ্যে নানা ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। জ্যোতিষশাস্ত্র মতে, তিন নক্ষত্রের মেয়েরা অত্যন্ত শান্তশিষ্ট প্রকৃতির হন। এঁদের স্বভাবচরিত্র অত্যন্ত আকর্ষণীয় হয়, সহজেই অপরের মনে জায়গা করে নেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:২৮
Women born under these nakshatras are considered to be very gentle and attractive

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জন্মকালীন রাশি বিচারে যেমন আমাদের সম্বন্ধে নানা কিছু বলে দেওয়া যায়, তেমনই এ বিষয়ে নক্ষত্রদেরও নানা ভূমিকা রয়েছে। জন্মকালীন সময় অনুযায়ী আপনি কোন নক্ষত্রের অধীনে পড়ছেন সেটির উপর অনেক কিছু নির্ভর করে। বিভিন্ন নক্ষত্রের অধীনে থাকা মানুষদের মধ্যে নানা ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। জ্যোতিষশাস্ত্র মতে, তিন নক্ষত্রের মেয়েরা অত্যন্ত শান্তশিষ্ট প্রকৃতির হন। এঁদের এককথায় লক্ষ্মীমন্ত বললেও ভুল বলা হবে না। এঁদের স্বভাবচরিত্র অত্যন্ত আকর্ষণীয় হয়, সহজেই অপরের মনে জায়গা করে নেন। জেনে নিন কোন তিন নক্ষত্রের কথা বলা হচ্ছে।

কোন তিন নক্ষত্রের জাতিকারা আকর্ষণীয় হন?

পুষ্যা নক্ষত্র: জ্যোতিষশাস্ত্র মতে, পুষ্যা নক্ষত্রকে শুভ মনে করা হয়। এই নক্ষত্রের অধীনে থাকা জাতিকারা নম্র স্বভাবের হন। এঁরা যে কোনও কাজে অত্যন্ত পটু হন। পরিশ্রমী হওয়ায় অতি কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কাজ করে সেটি কাটিয়ে উঠতে পারেন। অপরের ভাল দেখে এঁরা ঈর্ষান্বিত হন না। বরং অন্যের দরকারে এঁরা সর্বদা ছুটে যান। তাঁদের এই স্বভাবের জন্য বন্ধুমহলে এই সকল জাতিকারা অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন।

অনুরাধা নক্ষত্র: অনুরাধা নক্ষত্রকে সফলতার প্রতীক মনে করা হয়। এই নক্ষত্রের অধীনে জন্মানো মহিলারা সাহসী প্রকৃতির হন। এঁরা কোনও কাজে ভয় পান না। যে কোনও প্রতিকূলতাকে নিজের কর্মবলে কাটিয়ে ওঠেন। সাফল্য লাভের জন্য ঝুঁকি নিতেও কুণ্ঠাবোধ করেন না অনুরাধা নক্ষত্রের জাতিকারা। যে কোনও সম্পর্ক এঁরা খুব ভাল ভাবে, যত্নের সঙ্গে টিকিয়ে রাখতে পারেন। পরিচিত মানুষদের খোঁজখবর নেওয়া, তাঁদের ভালমন্দের খেয়াল রাখার বিষয়ে এঁরা অত্যন্ত পটু।

উত্তর ভাদ্রপদ নক্ষত্র: উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধীনে জন্মানো জাতিকাদের মধ্যে যে কোনও পরিস্থিতিতে লড়াই করে চলার অসীম শক্তি থাকে। এঁরা অপরের প্রতি অত্যন্ত সংবেদনশীল হন। অপরের কষ্ট বোঝেন ও যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন। এঁদের আধ্যাত্মিক জ্ঞানও অন্যদের থেকে অনেক বেশি হয়। তবে এঁরা মাঝেমধ্যে নিজেদের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে সেই ঘটনা খুবই কম ঘটে। এঁরা বেশির ভাগ সময় নিজেদের জগতেই ব্যস্ত থাকেন।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy