Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Profession

ব্যবসা না চাকরি কোনটা হবে? বলে দেবে জন্মছক

জীবিকা সম্পর্কিত প্রশ্ন খুবই সাধারণ। জীবিকা সংক্রান্ত প্রশ্নে প্রথম জিজ্ঞাসা হয় ব্যবসা হবে না চাকরি? চাকরি বা ব্যবসা করলে কী ধরনের ব্যবসা বা চাকরি।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৯ মে ২০২২ ০৮:৩৫
Share: Save:

জীবিকা সম্পর্কিত প্রশ্ন খুবই সাধারণ। জীবিকা সংক্রান্ত প্রশ্নে প্রথম জিজ্ঞাসা হয় ব্যবসা হবে না চাকরি? চাকরি বা ব্যবসা করলে কী ধরনের ব্যবসা বা চাকরি। চাকরি হোক বা ব্যবসা, যাই হোক তা কর্ম। কর্ম সংক্রান্ত বিষয়ে যে কোনও প্রশ্নের উত্তরের জন্য প্রথমে জন্মকুণ্ডলীর দশম স্থানের বিচার প্রয়োজন। জন্মকুণ্ডলীর দশম স্থানে গ্রহের অবস্থান কর্ম সংক্রান্ত বিষয়ে ধারণা দিতে পারে।

জন্মকুণ্ডলীর দশম স্থানে কোন গ্রহ কী নির্দেশ করে—

দশম স্থানে রবি অবস্থান করলে চিকিৎসক বিশেষত শল্য চিকিৎসক, রাজনীতিবিদ, উচ্চস্থানে কর্মরত সরকারি কর্মী হওয়া নির্দেশ করে।

দশম স্থানে চন্দ্র ব্যবসায়ী হিসাবে সাফল্য দান করে। দুধ, ঔষধ, মশলা, খাদ্যশস্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, বেকারি শিল্প, কমিশন এজেন্ট, বিমা এজেন্ট সংক্রান্ত কর্ম নির্দেশ করে।

দশম স্থানে মঙ্গলের অবস্থান পুলিশ, সেনা, চিকিৎসা সংক্রান্ত পেশা, প্রযুক্তিবিদ ইত্যাদি হওয়া নির্দেশ করে।

দশম স্থানে বুধ থাকলে গণিতবিদ, হিসাবশাস্ত্রবিদ বা হিসাব সংক্রান্ত পেশা, কম্পিউটার, জ্যোতিষ শাস্ত্র, মিডিয়া সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত থাকা নির্দেশ করে।

দশম স্থানে বৃহস্পতির অবস্থান আইন এবং বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা সংক্রান্ত কাজ নির্দেশ করে।

দশম স্থানে শুক্রের অবস্থান গৃহ, ভবন, ইমারত সংক্রান্ত বিষয়ের সঙ্গ যুক্ত কর্ম নির্দেশ করে। শিল্প সংক্রান্ত পেশা, প্রসাধন সামগ্রী সংক্রান্ত ব্যবসা, নৌবিদ্যা বা নৌবাহিনী সংক্রান্ত বিষয় নির্দেশ করে।

দশম স্থানে শনির অবস্থান দণ্ডদাতা বা বিচার কর্মের সঙ্গে যুক্ত পেশা নির্দেশ করে।

দশম স্থানে রাহুর অবস্থান প্রশাসক পেশা নির্দেশ করে।

দশম স্থানে কেতুর অবস্থান শিল্প, ভাস্কর্য সংক্রান্ত পেশা, তদন্ত, অনুসন্ধান সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত কাজ নির্দেশ করে।

জন্মপত্রিকায় অন্যান্য গ্রহের অবস্থান, দশমস্থ গ্রহের শুভত্ব অশুভত্ব ইত্যাদির উপর ফলের পরিবর্তন ঘটতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Profession
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE