—প্রতীকী ছবি।
লটারি পুরোপুরি ভাগ্যের ব্যাপার। এটা জেনেও অনেকেই নিজের ভাগ্য একবার যাচাই করে দেখতে চান। লটারির টিকিট কাটার আগে একবার দেখে নিন জ্যোতিষশাস্ত্র কী বলছে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নেওয়া যাক।
মেষ– লটারির জন্য এই সপ্তাহটা মেষ রাশির ক্ষেত্রে খুব একটা অনুকূল হবে না।
বৃষ– বৃষ রাশির লোকেরা খুব ভাবনাচিন্তা করে এই সপ্তাহে লটারির দিকে এগোন।
মিথুন– এই সপ্তাহে মিথুন রাশির জন্য ভাল-খারাপ মিশ্রিত ফল দেখা যাচ্ছে।
কর্কট– কর্কট রাশির মানুষ সপ্তাহের শুরুতেই একবার লটারি কেটে দেখতে পারেন।
সিংহ– সপ্তাহের শেষের দিকটা সিংহ রাশির ব্যক্তিদের লটারি কাটার জন্য অনুকূল।
কন্যা– এ সপ্তাহের মধ্যভাগ কন্যা রাশির জাতক-জাতিকাদের লটারি কাটার জন্য শুরু এবং শেষের থেকে বেশি ভাল।
তুলা– তুলা রাশির ব্যক্তিরা গোটা সপ্তাহের যে কোনও সময়ে লটারির টিকিট কাটতে পারেন, তবে খুব বেশি অঙ্কের না কাটাই ভাল হবে।
বৃশ্চিক– এই সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য অর্থপ্রাপ্তি যোগ মধ্যম প্রকৃতির, ভেবেচিন্তে লটারির দিকে এগোন।
ধনু– লটারির ক্ষেত্রে ধনু রাশির মানুষদের জন্য এই সপ্তাহটা খুব ভালও না আবার খুব খারাপও না। মধ্যম প্রকৃতির ফল পাবেন।
মকর– মকর রাশির জাতক-জাতিকাদের জন্য লটারির ক্ষেত্রে গোটা সপ্তাহেই শুভ যোগ রয়েছে, তবে প্রথম দিকটা বেশি ভাল।
কুম্ভ– এই সপ্তাহটা কুম্ভ রাশির লোকেদের লটারি কাটার জন্য শুভ।
মীন– মীন রাশির জাতক-জাতিকাদের লটারির টিকিট কাটার জন্য এই সপ্তাহটা শুভ।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy