—প্রতীকী ছবি।
জীবনে সফল হওয়ার স্বপ্ন সকলের মধ্যেই থাকে। একজন মানুষ জীবনে সফল হওয়ার জন্য প্রচুর চেষ্টা করে। কেউ কম বয়সেই সফলতা পান, কেউ কেউ আবার সফলতা পান একটু বেশি বয়সে।
জ্যোতিষশাস্ত্র মতে একজন ব্যক্তির সম্পর্কে তাঁর রাশি দেখেই সব কিছু বলে দেওয়া যায়। কোনও মানুষের রাশির বিচারের মাধ্যমেই জেনে নেওয়া যায় যে সেই ব্যক্তি কোন বিষয় থেকে উপার্জন করবেন। কোন বিষয়কে পেশা হিসেবে গ্রহণ করলে বা কোন বয়সে তাঁর জীবনে উন্নতি আসবে সেটিরও ধারণা পাওয়া যায়।
কোন রাশির কোন বয়সে সফলতা আসে?
মেষ– মেষ রাশির জাতক-জাতিকার জীবনে সফলতা আসে ১৬, ২২, ২৬, ৩৬ বছর বয়সে।
বৃষ– ২২, ৩২, ৩৬, ৪৩ বছর বয়সে বৃষ রাশির জীবনে সফলতা আসে।
মিথুন– মিথুন রাশির ব্যক্তিদের জীবনে ২২, ৩২, ৪২ ও ৪৫ বছর বয়সে সফলতা আসে।
কর্কট– ১৫, ২৩, ২৯ ও ৩২ বছর বয়সে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে সফলতা আসে।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে সফলতা আসার সময় হল ১৬, ২২, ২৮ ও ৩২ বছর বয়সে।
কন্যা– ১৭, ১৯, ২৫, ৩৫, ৩৬ বছর বয়সে কন্যা রাশির জীবনে সফলতা আসে ।
তুলা– তুলা রাশির জীবনে সফলতা আসে ২৪, ২৫, ৩২, ৩৫ ও ৩৬ বছর বয়সে।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির ক্ষেত্রে জীবনে সাফল্য লাভ করার বয়স হল ২২, ২৪, ২৮ ও ৪১ বছর।
ধনু– ১৮, ২৪, ৩৩ বছর বয়সে ধনু রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আসে।
মকর– মকর রাশির জীবনে সফলতা আসে ২৭, ৩৩, ৩৫ ও ৩৭ বছর বয়সে।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে সফলতা আসে ২৬, ২৯, ৩৬, ৩৯ বছর বয়সে।
মীন– ১৬, ২২, ২৮, ৩৩ ও ৪৪ বছর বয়সে মীন রাশির জীবনে সফলতা আসে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy