Advertisement
১০ জুন ২০২৪

মোদী সরকারের প্রচার নিয়ে তোপ কেজরীর

বিজ্ঞাপনী প্রচার ঘিরেও রাজনীতি!নিজের সরকারের বর্ষপূর্তিতে প্রচারে কোনও খামতি রাখেননি অরবিন্দ কেজরীবাল। দেশের তাবড় সংবাদপত্রে পাতা জোড়া বিজ্ঞাপন দিয়ে তাঁর সরকারের সাফল্যের ফিরিস্তি দিয়েছিলেন। তবে নরেন্দ্র মোদী সরকার দু’ বছর পূর্তিতে আজ কাগজে একই রকম বিজ্ঞাপন দিতেই বিরোধিতার সুর চড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরীর অভিযোগ, শুধু বিজ্ঞাপন দিতেই এক হাজার কোটি টাকা খরচ করেছেন মোদী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০৩:০৮
Share: Save:

বিজ্ঞাপনী প্রচার ঘিরেও রাজনীতি!নিজের সরকারের বর্ষপূর্তিতে প্রচারে কোনও খামতি রাখেননি অরবিন্দ কেজরীবাল। দেশের তাবড় সংবাদপত্রে পাতা জোড়া বিজ্ঞাপন দিয়ে তাঁর সরকারের সাফল্যের ফিরিস্তি দিয়েছিলেন। তবে নরেন্দ্র মোদী সরকার দু’ বছর পূর্তিতে আজ কাগজে একই রকম বিজ্ঞাপন দিতেই বিরোধিতার সুর চড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরীর অভিযোগ, শুধু বিজ্ঞাপন দিতেই এক হাজার কোটি টাকা খরচ করেছেন মোদী।

মোদী সরকারের দু’বছর পূর্তিতে জাতীয় ও আঞ্চলিক ভাষার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কাজের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। ভারতীয় রাজনীতিতে এমন প্রচার নতুন নয়। কেন্দ্রের শাসক দলই শুধু নয়, বিভিন্ন রাজ্য সরকারও বর্ষপূর্তিতে এ ভাবে বিজ্ঞাপন দিয়ে থাকে।

গত ফেব্রুয়ারি মাসে এমনটাই করেছিলেন কেজরীবাল। আজ সকালে অবশ্য তিনিই টুইট করেন, ‘‘মোদী সরকারের একটি অনুষ্ঠানের জন্যই হাজার কোটি খরচ করা হচ্ছে।’’ জবাব দিতে বিজেপি কোথায় সরব হবে, উল্টে মুখ খুলেছে কংগ্রেস। তথ্যের অধিকার আইনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে কংগ্রেসের দাবি, নিজের সরকারের বর্ষপূর্তির প্রচারে ১০০ কোটি টাকা খরচ করেছিল কেজরীবাল সরকার। শুধু তাই নয়, চলতি বছরে প্রচার খাতে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা খরচের পরিকল্পনা নিয়েছে দিল্লি সরকার। সেই কেজরীবাল কি ভাবে অন্যের সমালোচনা করছেন, সেই প্রশ্ন তুলেছেন দিল্লি কংগ্রেসের সভাপতি অজয় মাকেন। কেজরীবালকে ‘ছোটে মোদী’ অভিহিত করে তিনি বলেন, নিজে কী করেছিলেন, তা দিল্লির মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন। এখন যে ভাবে মোদী টাকা নষ্ট করছেন, সে ভাবে কেজরীবালও জনগণের টাকা নষ্ট করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Modi arvind
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE