Advertisement
E-Paper

রণক্ষেত্র গোলাঘাটে মৃত ১

সীমানা বিবাদ ঘিরে গোলাঘাটে বিক্ষোভের সময় গাড়ি থেকে পড়ে মৃত্যু হল ছাত্র সংগঠনের এক সদস্যের। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক জন জখম হন। গত কাল সেখানকার একটি ত্রাণ-শিবিরে বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ রঙাজানে ঘেরাও করা হয় বিজেপি সাংসদ বিজয়া চক্রবর্তীকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৪ ০৩:০৯

সীমানা বিবাদ ঘিরে গোলাঘাটে বিক্ষোভের সময় গাড়ি থেকে পড়ে মৃত্যু হল ছাত্র সংগঠনের এক সদস্যের।

পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক জন জখম হন। গত কাল সেখানকার একটি ত্রাণ-শিবিরে বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ রঙাজানে ঘেরাও করা হয় বিজেপি সাংসদ বিজয়া চক্রবর্তীকে। অসমের সঙ্গে সীমানা বিবাদের জেরে রঙাজানে সাতটি ছাত্র সংগঠন নাগাল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করেছে। এ দিন সকালে পুলিশ অবরোধ হঠাতে গেলে দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠি, রবার বুলেট চালায়। শূন্যে কয়েক রাউন্ড গুলিও চলে। অভিযোগ, লাঠিচার্জে এজেওয়াইসিপি সংগঠনের নেতা ভাস্করজ্যোতি শইকিয়া-সহ কয়েক জন ছাত্র জখম হয়। ওই সময় গাড়ি থেকে পড়ে এক বিক্ষোভকারী জখম হন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশ অবরোধ হঠিয়ে নাগাল্যান্ডমুখী পণ্যবাহী গাড়িগুলিকে সীমানা পার করিয়ে দেয়।

ওই ঘটনার পরে নুমালিগড়ে ৩৭ নম্বর জাতীয় সড়ক এবং দেরগাঁওতে ৬৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু হয়। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়েন বিজয়া চক্রবর্তী। পুলিশ তাঁকে উদ্ধার করে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এ দিনই সীমানা সমস্যা নিয়ে অসম প্রদেশ কংগ্রেসের বৈঠকে বিতর্কিত এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা এবং মোদী সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। দিল্লির নর্থ ব্লকেও অসম-নাগাল্যান্ড সীমানা সমস্যা নিয়ে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রের খবর, সেখানে হাজির ছিলেন বিশেষ সচিব প্রকাশ মিশ্র, যুগ্ম সচিব (উত্তর-পূর্ব) শম্ভু সিংহ, অসম ও নাগাল্যান্ডেরমুখ্য সচিবরা।

বৈঠক শেষে জানানো হয়, ২১ অগস্ট সীমানা বিতর্ক নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন। শরণার্থীদের গ্রামে ফেরত পাঠানো, এলাকায় শান্তি ফিরিয়ে আনা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্র ব্যবস্থা নেবে।

golaghat bhaskarjyoti shaikia assam one dead national news online national news latest news Battlefield police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy