মায়ের প্রেমিকের হাতে খুন হল ১০ বছরের খুদে! সম্প্রতি অসমের গুয়াহাটিতে ঘটনাটি ঘটেছে। শহরের বাইরে একটি ঝোপে পরিত্যক্ত সুটকেসের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে মাকেও।
রবিবার পুলিশ জানিয়েছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই থাকত বছর দশেকের ওই বালক। কিন্তু সম্প্রতি জিতুমনি হালোই নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার মায়ের। সেই প্রেমিকই শিশুটিকে খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
শনিবার পুলিশের কাছে ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন শিশুটির মা। তিনি জানান, তাঁর ছেলে টিউশন পড়তে গিয়ে আর ঘরে ফেরেনি। অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। শেষমেশ গুয়াহাটি শহরের প্রান্তে রাস্তার ধারের একটি ঝোপ থেকে শিশুটির সুটকেস-বন্দি দেহ উদ্ধার হয়। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। হত্যাকাণ্ডে সম্ভাব্য ভূমিকা থাকতে পারে সন্দেহে শিশুটির মাকেও আটক করা হয়েছে।