Advertisement
০৩ ডিসেম্বর ২০২২
merry-go-round

নাগরদোলা ভেঙে মৃত্যু দশ বছরের বালিকার

এখন প্রায় সব স্কুলেই গরমের ছুটি চলছে। তার উপর রবিবার থাকায় মেলার ভিড় ছিল অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি।

দুর্ঘটনার মুহূর্ত। ছবি: টুইটারের সৌজন্যে।

দুর্ঘটনার মুহূর্ত। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
অনন্তপুর (অন্ধ্রপ্রদেশ) শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ১১:৫০
Share: Save:

আরও কয়েকটি শিশুর সঙ্গে দশ বছরের মেয়েটিও উঠেছিল জয়রাইডে। কিন্তু ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি যে, সেই জয়রাইড-ই শেষ পর্যন্ত এমন বিভীষিকার কারণ হয়ে উঠবে! এর আগেও একাধিক বার জয়রাইডে দুর্ঘটনা ঘটেছে। এ বার সেই তালিকায় নতুন সংযোজন অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার জুনিয়র কলেজ মাঠ। রবিবার সন্ধ্যায় জয়রাইড থেকে পড়ে মৃত্যু হল দশ বছরের আমরুথার। গুরুতর জখম হয়েছে আরও ছয় জন। এর মধ্যে তিন জন শিশু। তাদের প্রত্যেককে অনন্তপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, প্রতি বছরই এ সময় জুনিয়র কলেজ মাঠে মেলার বসে। এখন প্রায় সব স্কুলেই গরমের ছুটি চলছে। তার উপর রবিবার থাকায় মেলার ভিড় ছিল অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি। সে সময় হঠাৎই বিকট আওয়াজ করে জয়রাইডের একটি চেয়ার উপর থেকে ভেঙে পড়ে।

স্থানীয়দের দাবি, ভেঙে পড়া জয়রাইড ‘মেরি গো রাউন্ড’টির একটি চেয়ারের নাটবন্টু আগে থেকে খোলা ছিল। সেটি দেখার পরই যিনি জয়রাইডটি চালনা করছিলেন তাঁকে জানানো হয়েছিল। কিন্তু, তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

Advertisement

দুর্ঘটনার পরই ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। মারধর করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অনন্তপুরের জেলাশাসক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পুলওয়ামার সেনা ছাউনিতে জঙ্গি হামলা, নিহত জওয়ান-সহ দুই

প্রসঙ্গত, এ বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গের নিউ টাউনের ইকো পার্কে ঝোড়ো হাওয়ায় ‘ট্রাম্পোলিন মিকি মাউস’ রাইড উল্টে জখম হয়েছিল অন্তত ১৩ জন শিশু। তার আগে ফেব্রুয়ারিতে খিদিরপুরে ভূকৈলাস মেলার মাঠে ‘ময়ূরপঙ্খী’ রাইড থেকে পড়ে গুরুতর জখম হয়েছিল পাঁচ বছরের এক শিশু। রবিবার অনন্তপুরের দুর্ঘটনা এ রাজ্যের সেই স্মৃতি ফের এক বার উষ্কে দিল।

আরও পড়ুন: দিল্লিতে মেট্রোর সুড়ঙ্গে নেমে ছুট যুবকের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.