Advertisement
E-Paper

স্কুলভ্যানের ধাক্কা ট্রেনে, মৃত ১৩ শিশু

দুর্ঘটনায় ১৩ শিশুর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দুর্ঘটনায় মৃত এবং জখম শিশুদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলকে নির্দেশ দিয়েছেন রাহুল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ১৪:৩৩
দুমড়েমুচড়ে: উত্তরপ্রদেশের কুশীনগরের ঘটনাস্থলে ভিড়। বৃহস্পতিবার সকালে। পিটিআই

দুমড়েমুচড়ে: উত্তরপ্রদেশের কুশীনগরের ঘটনাস্থলে ভিড়। বৃহস্পতিবার সকালে। পিটিআই

ফের রক্ষীবিহীন লেভেল ক্রসিং। ফের দুর্ঘটনা। আর তার জেরেই প্রাণ গেল ১৩ স্কুলপড়ুয়া শিশুর।

বৃহস্পতিবার সকাল ৭.১০ নাগাদ উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ৫০ কিলোমিটার দূরে কুশীনগর এলাকায় দুধি-বেহপূর্বা রেল গেটের কাছে লেভেল ক্রসিং পেরোনোর সময় একটি স্কুলভ্যানকে ধাক্কা মেরে অন্তত ১০০ মিটার টেনে নিয়ে যায় থায়ে-কাপাতানগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩টি শিশুর। এদের বয়স ৭ থেকে ১১-র মধ্যে। জখম হয়েছে চালক-সহ আট শিশু। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। আহতদের ভর্তি করা হয়েছে কুশীনগরের হাসপাতালে। জেলা হাসপাতালে গিয়ে জখম পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবস্থার অবনতি হওয়ায় চার পড়ুয়া ও ভ্যানচালককে বিআরডি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

এ দিন দুর্ঘটনার খবর পেয়ে কপ্টারেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি পৌঁছতেই স্থানীয় বাসিন্দা এবং কয়েক জন অভিভাবক রেল ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এতে মেজাজ হারিয়ে যোগী বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘‘নাটক বন্ধ করুন! আমি এখানে দুর্ঘটনার শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে এসেছি।’’ যোগীর কথায় কান না দিয়ে অনেকেই রেললাইনে বসে পড়েন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গোরক্ষপুরের কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগী জানিয়েছেন, প্রাথমিক অনুমান, ভ্যানচালকের দোষেই দুর্ঘটনা ঘটেছে। রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও যোগীর কথা হয়। দুর্ঘটনায় মৃত এবং জখমদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলও। মৃতদের পরিবারকে ২ লক্ষ ও গুরুতর জখমদের ১ লক্ষ টাকা দেওয়া হবে। অল্প জখম শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানির দাবি, ওই লেভেল ক্রসিংটিতে এক জন ‘রেল মিত্র’ ছিলেন। তিনি স্কুলভ্যানটিকে থামানোর চেষ্টা করেছিলেন। এই সূত্রেই অভিযোগ উঠেছে, দুর্ঘটনার সময় চালক কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন বলে ‘রেল মিত্র’-র সতর্কতা কানে যায়নি তাঁর।

দুর্ঘটনায় ১৩ শিশুর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দুর্ঘটনায় মৃত এবং জখম শিশুদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলকে নির্দেশ দিয়েছেন রাহুল।

সরকারি সূত্রের অভিযোগ, যে স্কুলের পড়ুয়ারা মারা গিয়েছে, সেই ডিভাইন পাবলিক স্কুলটি নথিভুক্ত নয়। স্কুলটিকে বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলের ম্যানেজার পলাতক।

unmanned level crossing yogi adityanath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy