Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Zomato

Zomato: ১ ঘণ্টায় ১৪ হাজারের বেশি মিষ্টির অর্ডার দ্বাদশের পড়ুয়াদের! দাবি জোম্যাটোর

করোনার আবহে চলতি বছরের সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল। সেই খুশিতেই নাকি দেদার মিষ্টি বিলির হিড়িক পড়েছে পড়ুয়াদের মধ্যে।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০২১ ২১:৪২
Share: Save:

দেশ জুড়ে হঠাৎই যেন মিষ্টি খাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। তা-ও আবার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মধ্যে। ঘণ্টাখানেকের মধ্যেই অনলাইনে ১৪ হাজারের বেশি মিষ্টির অর্ডার পেল জোম্যাটো। বুধবার টুইটারে এমনটাই দাবি ওই অ্যাপ-নির্ভর খাবার ডেলিভারি সংস্থার।

জোম্যাটো জানিয়েছে, বুধবার মাত্র ১ ঘণ্টার মধ্যে মিষ্টি ডেলিভারির মোট ১৪ হাজার ১২৪টি অর্ডার পেয়েছেন তারা। টুইটারে সংস্থাটির দাবি, ‘মনে হচ্ছে সব অর্ডারগুলিই সিবিএসই-র পিছনের বেঞ্চের পড়ুয়ারা করেছেন’।

হবে না-ই বা কেন? পরীক্ষার চাপ আর নেই। করোনার আবহে চলতি বছরের সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল। সেই খুশিতেই নাকি দেদার মিষ্টি বিলির হিড়িক পড়েছে পড়ুয়াদের মধ্যে। তবে জোম্যাটোর দাবি, পরীক্ষা বাতিলে সবচেয়ে খুশি দ্বাদশের ‘লাস্টবয়’রাই। তাঁদের মতে, পিছনের সারির পড়ুয়ারাই নাকি জোম্যাটো থেকে মিষ্টি কিনেছেন। যদিও কীসের ভিত্তিতে এ দাবি জোম্যাটোর, তা জানায়নি সংস্থাটি।

প্রসঙ্গত, অতিমারির আবহে মঙ্গলবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতিল হয়েছে আইসিএসসি পরীক্ষাও। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBSE Examination CBSE Exam Zomato
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE