Advertisement
২০ এপ্রিল ২০২৪
Student

ক্লাসে মদ্যপান, স্কুল থেকে বিতাড়িত দুই ছাত্রী

ক্লাসে ওই দুই ছাত্রীর আচরণ স্বাভাবিক ছিল না। তাদের কাছে গিয়ে কথা বলার সময় তাঁদের মুখ থেকে মদের গন্ধ আসছিল।

ক্লাসে বসে মদ খেয়ে স্কুল থেকে সাসপেন্ড হল দুই ছাত্রী। প্রতীকী ছবি শাটারস্টকের সৌজন্যে।

ক্লাসে বসে মদ খেয়ে স্কুল থেকে সাসপেন্ড হল দুই ছাত্রী। প্রতীকী ছবি শাটারস্টকের সৌজন্যে।

সংবাদ সংস্থা 
বিজয়ওয়াড়া শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২৩
Share: Save:

অন্ধ্রপ্রদেশের নিদামানুরু গ্রামের সরকারি স্কুলে চলছিল নবম শ্রেণির ক্লাস। ক্লাসে উপস্থিত ছিলেন শিক্ষক। ক্লাসের পিছনের দিকে বসে সফ্ট ড্রিঙ্কের বোতলে চুমুক দিচ্ছিল দু’জন ছাত্রী। তা দেখে সন্দেহ হয় মাস্টারমশাইয়ের। কাছে যেতেই তিনি বুঝতে পারেন, ওই দুই ছাত্রী ক্লাসে বসে মদ্যপান করছে। তারপরই স্কুল থেকে পত্রপাঠ বিদায় করা হয় তাঁদের।

ঘটনার সময় ক্লাসে উপস্থিত শিক্ষক মহাশয়ের কাছ থেকে জানা গিয়েছে, ক্লাসে ওই দুই ছাত্রীর আচরণ স্বাভাবিক ছিল না। তাদের কাছে গিয়ে কথা বলার সময় তাঁদের মুখ থেকে মদের গন্ধ আসছিল।

সরকারি স্কুলের প্রধান শিক্ষক বাট্টু সুরেশ কুমার জানিয়েছেন, তাঁদের স্কুলে এই ধরনের ঘটনা এই প্রথমবারের জন্য ঘটল। তিনি বলেছেন, ‘‘অভিযুক্ত ওই ছাত্রীরা জানিয়েছে তাদের বাবারা মদে আসক্ত। বাড়িতে নিয়মিত মদ খান তাঁরা। বাবাদের বোতলে পড়ে থাকা মদ খেয়েই তাদের মদ খাওয়ার অভ্যাস হয়েছে।’’

আরও পড়ুন: ‘গুজব ছড়াবেন না, বরং গল্প শুনুন; শিক্ষা নিন গানে গানে গল্পের মাধ্যমে’, বলছে তেলঙ্গানা পুলিশ

ওই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই ছাত্রীর খারাপ অভ্যাসের প্রভাব অন্য ছাত্রীদের মধ্যে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্যই তাদের বহিষ্কার করা হয়েছে।

কিন্তু স্কুল কর্তৃপক্ষের এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সমাজকর্মীরা। তাঁদের বক্তব্য, স্কুল থেকে বহিষ্কার কোনও সমাধান হতে পারে না। ওই ছাত্রীদের বহিষ্কারের বদলে তাদের কাউন্সেলিং করানোর পক্ষে সওয়াল করেছিলেন সমাজকর্মীরা।

আরও পড়ুন: একই বাড়ি পাঁচ জনকে বিক্রির নাম করে আড়াই কোটি নিয়ে চম্পট! পুলিশের জালে মা-মেয়ে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Under Age Drinking School Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE