নিম্নমানের সামগ্রী ব্যবহারেই এই দুর্ঘটনা বলে অভিযোগ। ছবি: সংগৃহীত।
হুড়মুড় করে ধসে পড়ল বহুতল আবাসনের ছাদ। ঘটনাস্থলে মৃত্যু দুই ব্যক্তির। আহত বেশ কয়েক জন। ধ্বংসাবশেষে আটকে রয়েছেন অনেকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১০৯-এর একটি আবাসনে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আচমকা বহুতল আবাসনের ছাদ ভেঙে এই বিপত্তি ঘটেছে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নেমেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
জানা গিয়েছে, গুরুগ্রামের সেক্টর ১০৯-এ অবস্থিত চিন্টেলস প্যারাডিসো নামে একটি বহুতল আবাসনের সাত তলার ‘ডি ব্লক’-এর একটি বাড়ি সারানোর কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে ‘ড্রয়িং রুম’-এর ছাদ ভেঙে পড়ে। মূহূর্তের মধ্যে হুড়মুড় করে সাত তলার গোটা ছাদটাই ধসে পড়ে বলে জানিয়েছেন বাসিন্দারা। দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর মিলেছে। আরও বেশ কয়েক জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর টুইটারে জানান, প্রশাসনিক কর্তা ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারের কাজ চলছে।
#WATCH | Haryana: Visuals from Chintels Paradiso housing complex in Gurugram's Sector 109 where a portion of the roof of an apartment has collapsed.
— ANI (@ANI) February 10, 2022
Details awaited. pic.twitter.com/WI22vLwOy6
Haryana: NDRF team reaches roof collapse site in Chintels Paradiso housing complex in Gurugram's Sector 109 pic.twitter.com/HS8YNUT3Xu
— ANI (@ANI) February 10, 2022
আবাসনের বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারেই এই বিপত্তি। গোটা ঘটনায় তাঁরা আঙুল তুলেছেন নির্মাণকারী সংস্থার দিকে। আপাতত চলছে উদ্ধারের কাজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy