Advertisement
০৭ মে ২০২৪
delhi

সন্দেহভাজন দুই জইশ জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ, রাজধানীতে নাশকতার ছক বানচাল

তাদের জেরা করা জানার চেষ্টা করা হচ্ছে, দিল্লিতে কী ধরনের নাশকতার ছক ছিল তাদের।

সোমবার রাত সওয়া দশটা নাগাদ দিল্লির সরাই কালে খান এলাকা থেকে ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ফাইল চিত্র।

সোমবার রাত সওয়া দশটা নাগাদ দিল্লির সরাই কালে খান এলাকা থেকে ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১০:২৪
Share: Save:

সন্দেহভাজন দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে সোমবার রাতে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সেই সঙ্গে রাজধানীতে বড় ধরনের নাশকতার ছক বানচাল করল তারা। রাত সওয়া ১০টা নাগাদ দিল্লির সরাই কালে খান এলাকা থেকে ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

তাদের জেরা করে জানার চেষ্টা হচ্ছে দিল্লিতে কী ধরনের নাশকতার ছক ছিল তাদের। দিল্লি পুলিশের এক কর্তা বলেন, ‘‘ওই দুই সন্দেহভাজন জঙ্গি জম্মু-কাশ্মীরের বাসিন্দা। ওদের কাছ থেকে দু’টি সেমি অটোম্যাটিক পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’’

জইশ-এর সঙ্গে যুক্ত ওই দুই সন্দেহভাজনের নাম আব্দুল লতিফ মির ও মহম্মদ আশরফ খতানা। ২২ বছরের আব্দুলের বাড়ি বারামুলায়। বছর কুড়ির যুবক আশরফ কুপওয়ারার হাটমোল্লা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই সন্দেহভাজন এর আগে পাক-অধিকৃত কাশ্মীরে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই ছক বানচাল করে ভারতীয় সেনা। জানা গিয়েছে, এ বার তাদের পরিকল্পনা ছিল রাজধানীতে বড় ধরনের নাশকতা ঘটিয়ে নেপাল হয়ে ফের পাক অধিকৃত কাশ্মীরে পালানোর।

আরও পড়ুন: লকডাউনে রাজি নন কেজরীবাল

এর আগে অগস্টে দিল্লি পুলিশ রাজধানীতে বড় ধরনের নাশকতার ছক বানচাল করে। তখন গ্রেফতার করা হয় আইএস-এর এক জঙ্গিকে। তার কাছ থেকে ১৫ কেজির আইইডি-ও উদ্ধার করা হয়েছিল। দিল্লি পুলিশের কাছে খবর ছিল দেওয়ালির সময় রাজধানীতে বড় ধরনের নাশকতার ছক কষেছে জঙ্গিরা। যে কারণে রাজধানীর নানা এলাকায় গত কয়েক দিন ধরে তল্লাশি চালাচ্ছিন স্পেশাল সেল। তাতেই এই সাফল্য।

আরও পড়ুন: বিজেপিকে নিয়ে উদ্বেগ ওবামারও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Jaish-e-Mohammed Delhi Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE