Advertisement
০৪ জুন ২০২৪
Crime

এলাকা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ঝরল রক্ত, নিহত দুই যুবক, গ্রেফতার ১৮ জন

এলাকা দখল ঘিরে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দু’পক্ষই লোহার সামগ্রী চুরিতে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর।

দু’পক্ষই লোহার সামগ্রী চুরিতে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
রাইপুর (ছত্তীসগঢ়) শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৬:৪৩
Share: Save:

এলাকার দখল কার হাতে থাকবে— এ নিয়ে দু’পক্ষের গোলমালে রক্ত ঝরল ছত্তীসগঢ়ের দুর্গ জেলায়। দু’পক্ষের সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় সোমবার ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৩ জন নাবালক। গত রবিবার রাতে ভিলাই ৩ থানার অন্তর্গত হাতখোজ গ্রামে রেলওয়ে ক্রসিংয়ের কাছে এলাকার দখল ঘিরে দুই পক্ষের মধ্যে গোলমালের সূত্রপাত।

দুর্গের পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, এলাকার দখল ঘিরে দু’পক্ষের মধ্যে পরে সংঘর্ষ বাধে। দু’পক্ষই লোহার সামগ্রী চুরির সঙ্গে যুক্ত। সংঘর্ষের মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

পুলিশ সূত্রে খবর, নিহত ২ যুবক সুরজ চৌধুরি ও মনোজ চৌধুরির বয়স কুড়ির কোঠায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশের বাহিনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime police national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE