সোমবার অরুণাচল প্রদেশের হায়ুলিয়াং-চাগলাগাম সড়কের ধারে গভীর খাদে পড়ে গিয়েছে একটি যাত্রীবোঝাই ট্রাক। ওই ঘটনায় অসমের তিনসুকিয়া জেলা থেকে আসা ২১ জন শ্রমিকের মৃত্যু হয়। কিন্ত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সকলের দেহ উদ্ধার করা যায়নি।
অরুণাচল সরকার বৃহস্পতিবার জানিয়েছে, দুর্গম সংকীর্ণ পাহাড়ি রাস্তায় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারানোয় প্রায় হাজার ফুট গভীর খাদে পড়ে যায় শ্রমিকবাহী ওই ট্রাক। এক জন শ্রমিক তার আগেই ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যান। বাকি ২১ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করছে প্রশাসন।
আরও পড়ুন:
বস্তুত ওই জীবিত শ্রমিক সীমান্ত সড়ক কর্তৃপক্ষ (বিআরও) নিয়ন্ত্রিত জিআরইএফ ক্যাম্পে গত বুধবার খবর দেওয়ার পরেই দুর্ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছে সেনা এবং এনডিআরএফ-এর উদ্ধারকারী দল অভিযানে নামলেও গভীর জঙ্গলে ঢাকা ওই খাদের শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি। ফলে সব দেহ উদ্ধার করা যায়নি।