Advertisement
E-Paper

News of the day: দিল্লির পথে মমতা, ত্রিপুরায় অভিষেক, হাই কোর্টে নিয়োগ মামলার শুনানি, আজ নজরে আর কী

স্কুলে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি জড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নামও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ০৭:৫৬
সন্ধ্যা নাগাদ তাঁর দিল্লিতে পৌঁছনোর কথা মমতার। দুপুরে আগরতলা পৌঁছনোর কথা অভিষেকের

সন্ধ্যা নাগাদ তাঁর দিল্লিতে পৌঁছনোর কথা মমতার। দুপুরে আগরতলা পৌঁছনোর কথা অভিষেকের ফাইল চিত্র

আজ, সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা নাগাদ তাঁর দিল্লিতে পৌঁছনোর কথা। মমতা তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর দ্বিতীয় রাজধানী সফর। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা মমতার। সেখানে মূলত বিএসএফ-এর সীমানা বৃদ্ধি ও আর্থিক বিষয় তুলে ধরতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। এ ছাড়া কয়েকটি বিরোধী দলের নেতার সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা। অন্য দিকে, রবিবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। তার প্রতিবাদে ধর্নায় বসছে তৃণমূল। সে দিকেও নজর থাকবে।

আজ ত্রিপুরা যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কোভিডবিধির কারণ দেখিয়ে তাঁর মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। এ ছাড়া সায়নীর গ্রেফতারের প্রতিবাদে ধর্নায়ও বসতে পারেন তৃণমূল সাংসদ। আজ ত্রিপুরায় তাঁর কর্মসূচির দিকে নজর থাকবে।

রবিবার গ্রেফতার করা হয়েছে সায়নীকে। আজ তাঁকে আদালতে তোলা হবে। ওই গ্রেফতারের প্রতিবাদে দিনভর একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। ত্রিপুরার পাশাপাশি দিল্লিতেও ধর্নায় বসতে পারে তারা। এ ছাড়া ত্রিপুরা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তৃণমূল সাংসদরা। ফলে নজর ওই সংক্রান্ত সব খবরের দিকেও থাকবে।

স্কুলে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি জড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নামও। অস্বচ্ছ ভাবে ৫০০ জনের বেশি নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের নাম, ঠিকানা-সহ সমস্ত নথি আজ আদালতে জমা দিতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, আজ হলফনামা জমা দেওয়ার কথা পর্ষদের। ফলে নজর থাকবে ওই বিষয়ে।

রবিবার রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে ফের ৭০০-র গণ্ডি পার করেছে। কলকাতায় আরও দুই শতাধিক বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। শহর লাগোয়া জেলাগুলির মধ্যে দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির দৈনিক সংক্রমণও যথেষ্ট উদ্বেগজনক। তবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কম হয়েছে। সেই সঙ্গে দৈনিক টিকাকরণও বেড়েছে। এ ছাড়া, এখনও পর্যন্ত রাজ্যে মোট দু’কোটিরও বেশি কোভিড পরীক্ষা হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ২১৩। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।

এ ছাড়া নজর থাকবে আইএসএল ও আবহাওয়ার খবরের দিকে। আইএসএল-এ মুম্বই বনাম গোয়ার ম্যাচ রয়েছে।

Narendra Modi Mamata Banerjee Abhishek Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy