Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

২৫টি কৃষ্ণসার হরিণের দেহ উদ্ধার তেলঙ্গানায়

২৫টি কৃষ্ণসার হরিণের দেহ উদ্ধার হল তেলঙ্গানার মেহবুবনগরের এক ভুট্টা খামার থেকে।এক সঙ্গে এতগুলো হরিণের মৃত্যুর কারণ কী?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ১৫:৩৬
Share: Save:

২৫টি কৃষ্ণসার হরিণের দেহ উদ্ধার হল তেলঙ্গানার মেহবুবনগরের এক ভুট্টা খামার থেকে। সন্দেহ করা হচ্ছে বিষ প্রয়োগ করে হরিণগুলোকে মারা হয়েছে। ওই এলাকায় সরকারি জমিতে অবৈধ ভাবে চাষ করা হয়। খাবারের খোঁজে ওই সব জমিতে প্রায়ই চলে আসে হরিণ।

কিন্তু এক সঙ্গে এতগুলো হরিণের মৃত্যুর কারণ কী? ফসলে যে সব কীটনাশক দেওয়া হয় তার থেকেই বিষক্রিয়ায় মারা যেতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার গঙ্গা রেড্ডি। তবে আসল কারণটা কী তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রশ্ন উঠছে চেরাশিকারের জন্যই কী হরিণগুলোকে বিষ দেওয়া হয়েছে? নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল এর পিছনে।

যাই কারণ থাকুক না কেন, এতগুলো হরিণের একসঙ্গে মৃত্যুতে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য বনদফতরের।

হরিণের দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর আশল কারণ জানা যাবে বলে জানান গঙ্গা রেড্ডি।

ওই এলাকায় ইতিমধ্যেই অবৈধ চাষ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর...

অটোচালকদের জেরা করে মিলেছে নয়া তথ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mehbubnagar Andhra Pradesh Blackbuck
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE