আরও ৩ জোড়া ট্রেন পেল বরাক উপত্যকা ও ত্রিপুরা। শিলচর থেকে একজোড়া ট্রেন গুয়াহাটি যাতায়াত করবে। একজোড়া ট্রেন আগরতলাকে ডিব্রুগড়ের সঙ্গে জুড়বে। আরেক জোড়া চলবে আগরতলা ও গুয়াহাটির মধ্যে।
উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, সবকটি ট্রেনই সপ্তাহে একদিন করে উইকলি স্পেশাল হিসেবে চলাচল করবে। গুয়াহাটি-শিলচর ট্রেনটি শিলচর থেকে ছাড়বে প্রতি শুক্রবার রাত সাড়ে ৯টায়। চাপারমুখ, হোজাই, লামডিং, মাইবাং, হাফলং, বদরপুরে দাঁড়িয়ে শিলচর আসবে পরদিন সকাল ৯টায়। আবার শিলচর থেকে প্রতি শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ছেড়ে রবিবার সকাল ৯টা ৫ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে। ১৮ নভেম্বর গুয়াহাটি থেকে ও ১৯ নভেম্বর শিলচর থেকে এই উইকলি স্পেশালের যাত্রা শুরু হবে।
গুয়াহাটি-আগরতলা স্পেশাল ট্রেন শনিবার সন্ধ্যা পৌনে ৫টায় গুয়াহাটি থেকে রওয়ানা দেবে। চাপারমুখ, হোজাই, লামডিং, মাইবাং, হাফলং, বদরপুর, করিমগঞ্জ,
ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, তেলিয়ামুড়া হয়ে আগরতলা পৌঁছাবে পরদিন সকাল পৌনে ১১টায়। সেদিনই অর্থাত প্রতি রবিবার বিকেল ৩টায় সেটি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হবে। গন্তব্যে পৌঁছাবে সোমবার সকাল ৯টা ৫ মিনিটে। ১২ নভেম্বর গুয়াহাটি থেকে ও ১৩ নভেম্বর আগরতলা থেকে এর যাত্রা শুরু হবে।
ডিব্রুগড়-আগরতলা ট্রেনটি রওয়ানা হবে প্রতি রবিবার রাত সাড়ে ১০টায়। শিবসাগর, শিমূলগুড়ি, মরিয়ানি, সরুপাথার, ডিমাপুর, ডিফু, লামডিং, মাইবাং, হাফলং, বদরপুর, করিমগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, তেলিয়ামুড়া হয়ে সোমবার রাত ৭টায় সেটি আগরতলায় পৌঁছাবে। সোমবারই রাত ১০টায় সেখান থেকে ছেড়ে ডিব্রুগড় ফিরবে মঙ্গলবার রাত ৭টা ২০ মিনিটে। ২০ নভেম্বর ডিব্রুগড় থেকে ও ২১ নভেম্বর আগরতলা থেকে এর যাত্রা শুরু হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, আপাতত চারমাসের জন্য এই ট্রেনগুলি চালু করা হচ্ছে।