Advertisement
২৫ মে ২০২৪
National news

৩০ ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান

দুই ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ নিয়ে ভারত-পাকিস্তানের টানাপড়েনের মধ্যে বুধবার ৩০ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ২১:৫৯
Share: Save:

দুই ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ নিয়ে ভারত-পাকিস্তানের টানাপড়েনের মধ্যে বুধবার ৩০ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী।

পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)-র এক মুখপাত্র জানান, ৩০ জন ভারতীয় মত্স্যজীবী এবং তাঁদের পাঁচটি নৌকাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। তার পর তাঁদের জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে পাক প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন:পুলওয়ামায় পর পর দু’টি ব্যাঙ্ক লুঠ করল জঙ্গিরা

গত এপ্রিলেই ২৯ জন মত্স্যজীবীকে গ্রেফতার করেছিল পাকিস্তান। মার্চে গ্রেফতার করা হয়েছিল ১০০ জন মত্স্যজীবীকে। এ বছরে এখনও পর্যন্ত মোট ৩০৪ জনকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। তবে ২১৯ জনকে ‘ভাল আচরণ’-এর জন্য ছেড়ে দেয় পাকিস্তান। জলসীমা অতিক্রম করাতে হামেশাই দু’দেশের মত্স্যজীবী গ্রেফতার হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan India Maritime Fishermen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE