মাঝ আকাশে এ বার বিমানে ব্যবহার করা যাবে না মোবাইল পাওয়ার ব্যাঙ্ক। এমনকি, আসনের নিচে থাকা সকেট থেকেও পাওয়ার ব্যাঙ্ক চার্জ করা যাবে না বলে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে। দেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করে মোবাইল, ল্যাপটপ চার্জ করার সময় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিধি সম্পর্কে যাত্রীদের সচেতন করতে উড়ান সংস্থাগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে নয়াদিল্লি থেকে ডিমাপুরগামী ইন্ডিগোর একটি বিমান ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে যাওয়ার সময় আচমকা এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় উড়ান মুলতুবি রেখে বিমানটি ফের পার্কিং বে-তে ফিরে এসেছিল।
সূত্রের খবর, ওই ঘটনার পর থেকেই পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে নির্দেশিকা জারি করা নিয়ে চর্চা শুরু হয়েছিল। গত নভেম্বরে বিমানে যাতায়াতের সময় বিপজ্জনক বস্তুর তালিকায় পাওয়ার ব্যাঙ্ককে অন্তর্ভুক্ত করে ডিজিসিএ।
নতুন নির্দেশিকা অনুযায়ী, যাত্রীরা হাত ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক বহন করতে পারবেন। কিন্ত পাওয়ার ব্যাঙ্ক কেবিন লাগেজে রাখা যাবে না। সফরের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক থেকে মোবাইল বা লাপটপ চার্জ করা যাবে না। পাওয়ার ব্যাঙ্ক গরম হলে বা তার থেকে ধোঁয়া বের হলে তা দ্রুত বিমানকর্মীদের তা জানাতেও বলা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)