অবশেষে শেষ হল সাড়ে তিন বছরের প্রতীক্ষা। ইরাক থেকে ৩৮ জন ভারতীয়ের দেহ নিয়ে দেশে ফিরলেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। কিন্তু বিমানবন্দরে তাঁর মন্তব্যকে ঘিরে ফের বিতর্কে জড়াল নরেন্দ্র মোদী সরকার।
যে ৩৮ জনের দেহ আনা হয়েছে তাঁদের মধ্যে পঞ্জাব, হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারের বাসিন্দারা রয়েছেন। অমৃতসরের পরে পটনা ও কলকাতায় যায় বিশেষ বিমানটি।
অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই ভি়ড় জমান পঞ্জাব ও হিমাচলপ্রদেশ থেকে আসা আত্মীয়েরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন ভি কে। কেন্দ্র নিহতদের কোনও এককালীন ক্ষতিপূরণ দিচ্ছে কি না জানতে চান সাংবাদিকেরা। তাঁদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা নিয়েও প্রশ্ন করা হয়। তাতেই চটে যান প্রাক্তন সেনাপ্রধান ভি কে। বলেন, ‘‘ক্ষতিপূরণ দেওয়াটা বিস্কুট বিলিয়ে দেওয়ার মতো সহজ কাজ নয়। চাকরি দেওয়াটাও ফুটবল খেলা নয়। আমি এখন প্রতিশ্রুতি দেব কী করে? আমার পকেটে কিছু রাখা নেই।’’ উত্তেজিত বিদেশ প্রতিমন্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিংহ সিধু। ভি কে-র আরও দাবি, ‘‘এই ভারতীয়দের সম্পর্কে কোনও তথ্যই বাগদাদের দূতাবাসে ছিল না। অবৈধ এজেন্টদের মাধ্যমে বিদেশে কাজ করতে যাওয়া রুখতে এর মধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। আমার আশা, অমরেন্দ্র সিংহ সরকার এই বিষয়ে পদক্ষেপ করবে।’’ বিদেশ প্রতিমন্ত্রী জানান, মসুলের কাছে বাদুসের যে এলাকায় ওই দেহগুলি পাওয়া গিয়েছে সেখানে কিছু বিষাক্ত পদার্থেরও সন্ধান পাওয়া গিয়েছিল। ফলে কফিন খুললে বিপদের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইরাকে অনুসন্ধানে সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থা।