উত্তরপ্রদেশের আলিগড়ের শিক্ষককে খুনের ঘটনায় নয়া তথ্য। একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে (যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেই ফুটেজে দেখা গিয়েছে, শিক্ষক দানিশ রাওকে গুলি করার পর তিনি লুটিয়ে পড়েন। তার পরেও দুষ্কৃতীরা তাঁর মাথা লক্ষ্য করে একের পর এক গুলি চালায়।
পুলিশের একটি সূত্রের খবর, শিক্ষককে ছ’টি গুলি করে দুষ্কৃতীরা। সবক’টি মাথা লক্ষ্য করে চালানো হয়। দুই হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই আততায়ীদের শনাক্তকরণের কাজ চলছে। বুধবার রাতে বন্ধুদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন শিক্ষক দানিশ। তিনি যখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছোন, সেই সময় দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর পথ আটকায়। তার পরই দানিশের মাথা লক্ষ্য করে গুলি চালায়।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গুলিবিদ্ধ হয়ে দানিশের মৃত্যু হওয়ার পরেও দুষ্কৃতীরা তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। হামলার আগে শিক্ষককে হুমকি দিয়ে দুষ্কৃতীরা বলে, ‘‘এত দিন আমাদের চিনিসনি। এ বার বোঝাব আমার কে।’’ তার পরই শিক্ষককে গুলি করে খুন করা হয়। গুলি চলার ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে দানিশের দেহ তুলে নিয়ে যায়। ছ’টি দল গঠন করে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
১১ বছর ধরে আলিগড়ের এবিকে স্কুলে শিক্ষকতা করেন দানিশ। তিনি কম্পিউটার শিক্ষক ছিলেন।