মধ্যরাতে সীমান্ত পার করে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় জেলায় ঢুকে গ্রামবাসীদের উপরে হামলা চালাল বাংলাদেশের বাসিন্দারা। বিএসএফ ও গ্রামবাসীদের তাড়ায় দলটি পালালেও তারা বাংলাদেশে ঢোকার আগেই চার জনকে ধরা হয়। পুলিশের সন্দেহ দলে বাংলাদেশ পুলিশের কর্মীরাও আছেন।
দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড়ের পুলিশ সুপার (এসপি) বানরাপ্লাং জিরওয়া সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে আট থেকে ন’জন বাংলাদেশি নাগরিক রংডোঙ্গাই গ্রামে প্রবেশ করে গ্রামবাসীদের উপরে গুলি চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে এক গ্রামবাসী জখম হন। হামলার পরে সন্দেহভাজন বাংলাদেশিরা বেশ কিছু জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। এসপি বলেন, "আমরা ঘটনাস্থলে এক জন বাংলাদেশি পুলিশ কনস্টেবলের পরিচয়পত্র এবং আরও বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করি। এর পরে গ্রামবাসী, পুলিশ ও বিএসএফের ব্যাপক তল্লাশি অভিযানে চার জন অনুপ্রবেশকারী ধরা পড়ে।’’ পরে আরও তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে পুলিশের হাতকড়া, একটি ম্যাগাজ়িনের কভার, একটি পিস্তলের হোলস্টার, রেডিয়ো সেট, মোবাইল ফোন, মুখোশ, বাংলাদেশি মুদ্রা এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়।
বিএসএফের মেঘালয় সীমান্তের ইন্সপেক্টর জেনারেল ও পি উপাধ্যায় জানান, নংজরি-নংহিল্লাম সেক্টরের অন্তর্গত রংডোঙ্গাই থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। পুলিশ ও বিএসএফের মতে,বোঝা যাচ্ছে এরা সাধারণ দুষ্কৃতী নয়। হয় মুক্তিপণের জন্য স্থানীয়দের অপহরণ, অথবা জঙ্গল থেকে টোকে গেকো ধরতে সীমান্ত পেরিয়ে তারা এসে থাকতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)