চল্লিশ ঘণ্টা পরে অবশেষে উদ্ধার হল পাঁচটি দেহ। মহারাষ্ট্রের রায়গড় জেলার মহাড়ে মঙ্গলবার রাতে ভেঙে পড়েছিল ব্রিটিশ আমলের জীর্ণ সেতু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন ফুলে ফেঁপে ওঠা সাবিত্রী নদীতে মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছিল দু’-দু’টি সরকারি বাস এবং একটি এসইউভি। বৃহস্পতিবার উদ্ধার কাজ চালানোর সময় পাঁচ জনের দেহ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। যার মধ্যে রয়েছে জয়গড়-মুম্বই রুটের বাসের চালক শ্রীকান্ত কাম্বলির দেহ। উদ্ধার হয়েছে ভেসে যাওয়া এসইউভির দুই মহিলা যাত্রীর দেহও।