Advertisement
১৮ মে ২০২৪

অসমে হাতির হামলায় মৃত ৫

হাতির হামলায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন। ঘটনাটি ঘটে বিশ্বনাথ চারিয়ালি জেলার ঠাণ্ডাপানি এলাকায়। পুলিশ জানিয়েছে, আজ ভোরে ৬ সদস্যের পরিবারের সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই হানা দেয় হাতি। বাঁশের ঘর ভেঙে ভিতরে ঢুকে পিষে মেরে ফেলে ৫ জনকে।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৩:০৯
Share: Save:

হাতির হামলায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন। ঘটনাটি ঘটে বিশ্বনাথ চারিয়ালি জেলার ঠাণ্ডাপানি এলাকায়। পুলিশ জানিয়েছে, আজ ভোরে ৬ সদস্যের পরিবারের সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই হানা দেয় হাতি। বাঁশের ঘর ভেঙে ভিতরে ঢুকে পিষে মেরে ফেলে ৫ জনকে। মৃতদের মধ্যে ৪ মাসের এক শিশুও রয়েছে। অন্যরা হলেন মাজি মুর্মু (৩৫), তাঁর স্ত্রী সুনি, মেয়ে লক্ষ্মী (১০) ও মোহাঙ্গিনী (৪)। এক মাত্র বেঁচে যায় তাঁদের তিন বছরের এক মেয়ে।

ঘটনার প্রতিবাদে সকালে বিহালিতে জাতীয় সড়কে অবরোধ করে অল আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং অল আসাম টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। তাঁদের অভিযোগ, বিহালি সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায়ই দাঁতালবাহিনী জনপদে নেমে আসে। বন দফতরকে জানালেও সাড়া মেলে না। বার বার প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এ দিকে, কার্বি আংলঙ জেলার জেংখা এলাকাতেও গত কাল হাতির দল হানা দেয়। এতে ১ শিশু ও ১ মহিলা জখম হয়েছে। তাদের খেরনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, ২০ থেকে ২৫টি হাতি ছিল দলটিতে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরাও বন্যপশু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বন বিভাগের প্রতি ক্ষোভ ব্যক্ত করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam elephant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE