Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Airport

বেসরকারি হাতে এ বার আরও ছ’টি বিমানবন্দর

ভারতে নব্বইয়ের দশকে দিল্লি, মুম্বই দিয়ে বিমানবন্দর বেসরকারিকরণের কাজ শুরু হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ০৫:০০
Share: Save:

দেশের আরও ছ’টি বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে পূর্ব ভারতের ভুবনেশ্বর ও রায়পুর রয়েছে।

বিমান মন্ত্রক সূত্রের খবর, বাকি চারটি বিমানবন্দর হল অমৃতসর, বারাণসী, ইনদওর এবং তিরুচিরাপল্লি। সম্প্রতি কর্তৃপক্ষের পরিচালন পর্ষদ তাদের বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা মন্ত্রিগোষ্ঠীর অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে। মন্ত্রক মনে করছে, চলতি মাসেই মন্ত্রিগোষ্ঠীর অনুমোদনও চলে আসবে।

ভারতে নব্বইয়ের দশকে দিল্লি, মুম্বই দিয়ে বিমানবন্দর বেসরকারিকরণের কাজ শুরু হয়। পরে বেঙ্গালুরু ও হায়দরাবাদ বেসরকারি হাতে যায়। গত বছর দেশের ছ’টি বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়। তার মধ্যে ছিল গুয়াহাটি, লখনউ, আমদাবাদ, জয়পুর, মেঙ্গালুরু এবং তিরুবনন্তপুরম।

টেন্ডারে অংশ নিয়ে এই ছ’টি বিমানবন্দরই পায় আদানি গোষ্ঠী। তার মধ্যে আমদাবাদ, লখনউ এবং মেঙ্গালুরু বিমানবন্দরের পরিচালনার ভার ৫০ বছরের জন্য ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। মন্ত্রক সূত্রের খবর, বাকি তিনটি বিমানবন্দরের পরিচালনা নিয়ে আইনি জটিলতা দেখা দেয়। মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, সেই জটিলতাও খুব তাড়াতাড়ি কেটে যাবে।

মন্ত্রক সূত্রের খবর, গত বছরের ছটি এবং চলতি বছরের ছ’টি— মোট এই ১২টি বিমানবন্দর বেসরকারিকরণ হবে পিপিপি মডেলে। এর ফলে বিমান মন্ত্রকের ঘরে প্রায় ১৩ হাজার কোটি টাকা আসার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Airport Privatisation Aviation Ministry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE