স্কুলে মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৬৪ জন শিশু। লখনউয়ের ঘটনা। বুধবার চিনহাটের জু্গ্গাউরে এক সরকারি প্রাথমিক স্কুলে খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে ৬৪ জন ছাত্রছাত্রী। কারও পেটে অসহ্য যন্ত্রণা। কেউ বমি করতে শুরু করে। অ্যাম্বুল্যান্সে সকলকে নিয়ে যাওয়া হয় রামমনোহর লোহিয়া হাসপাতালে। চিকিৎসকেরা জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই এমন হয়েছে। তিন জন হাসপাতালে ভর্তি। যে স্বেচ্ছাসেবী সংস্থা ওই স্কুলে মিড-ডে মিল সরবরাহ করে, তার দায়িত্বে থাকা অক্ষয় পাত্রের কাছ থেকে খাবারের নমুনা সংগ্রহ করবে খাদ্য সুরক্ষা বিভাগ। গত জুলাইয়েও লখনউয়ের আর্য নগর এলাকার এক প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল জনা পঞ্চাশেক শিশু।