Advertisement
E-Paper

ঘরোয়া উড়ান সংস্থায় নিষিদ্ধ সাংসদ

বৃহস্পতিবার ইন্ডিগোর বিমানে বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল রেড্ডির। বিমান ছাড়ার ২৮ মিনিট আগে তিনি বিশাখাপত্তনম বিমানবন্দরে পৌঁছন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ১২:৫০

ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং জেট এয়ারওয়েজ জানিয়ে দিয়েছিল বৃহস্পতিবার। আর শুক্রবার ভিস্তারা, গোএয়ার এবং এয়ার এশিয়া ইন্ডিয়াও জানিয়ে দিল, তাদের বিমানে উঠতে পারবেন না তেলুগু দেশম পার্টির (টিডিপি) সাংসদ জে সি দিবাকর রেড্ডি। অর্থাৎ, অভব্য আচরণের কারণে সমস্ত ঘরোয়া উড়ান সংস্থাই নিষিদ্ধ ঘোষণা করল সাংসদকে। বিষয়টির তদন্ত হবে বলে জানিয়েছেন অসামরিক বিমানমন্ত্রী অশোক গজপতি রাজু।

তবে ঘরোয়া উড়ান সংস্থাগুলি তাঁকে নিষিদ্ধ ঘোষণা করলেও এ দিন আন্তর্জাতিক উড়ান সংস্থার বিমানে ইউরোপ পাড়ি দিয়েছেন তিনি।

এর আগে এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মীকে চটি পেটা করার অভিযোগে বিমান সংস্থাগুলি সাময়িক ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল শিবসেনার সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে। এ বার সেই তালিকায় যুক্ত হলো রেড্ডির নাম।

বৃহস্পতিবার ইন্ডিগোর বিমানে বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল রেড্ডির। বিমান ছাড়ার ২৮ মিনিট আগে তিনি বিশাখাপত্তনম বিমানবন্দরে পৌঁছন। চেক ইন কাউন্টার তত ক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী ঘরোয়া বিমান ছাড়ার অন্তত ৪৫ মিনিট আগে যাত্রীদের হাজির হতে হয়। অভিযোগ, রেড্ডিকে পরের বিমানে তুলে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তিনি বিমানবন্দরের কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন। চিৎকার, গালিগালাজের পাশাপাশি সাংসদ কাউন্টারের প্রিন্টার মেশিনটিও মাটিতে আছড়ে ফেলেন বলে অভিযোগ। এর আগে গত বছরও বিজয়ওয়াড়ায় বিমান ‘মিস’ করার পরে বিমানবন্দরে ভাঙচুর করার অভিযোগ উঠেছিল রেড্ডির বিরুদ্ধে। বৃহস্পতিবার রেড্ডির বিরুদ্ধে ফের বিশাখাপত্তনম বিমানবন্দরে অভব্য আচরণের অভিযোগ ওঠার পরেই তাঁকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিল ঘরোয়া বিমান সংস্থাগুলি।

J. C. Diwakar Reddy Airlines Ban Telugu Desam Party জে সি দিবাকর রেড্ডি তেলুগু দেশম পার্টি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy