Advertisement
E-Paper

ঝড়বৃষ্টিতে ভাঙল তাঁবু, কুম্ভ মেলায় মৃত সাত

টানা ৪৫ মিনিটের ঝড়-বৃষ্টি। আর তাতেই লন্ডভন্ড উজ্জয়িনীর সিংহস্থ কুম্ভ মেলা। প্রবল বৃষ্টির তোড়ে মণ্ডপের তোরণ আর তাঁবু ভেঙে পড়ে আজ বিকেলে মৃত্যু হয়েছে সাত জনের। আহতের সংখ্যা নব্বইয়েরও বেশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ০৩:১৬
ভেঙে পড়েছে মণ্ডপ। উজ্জয়িনীতে বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

ভেঙে পড়েছে মণ্ডপ। উজ্জয়িনীতে বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

টানা ৪৫ মিনিটের ঝড়-বৃষ্টি। আর তাতেই লন্ডভন্ড উজ্জয়িনীর সিংহস্থ কুম্ভ মেলা। প্রবল বৃষ্টির তোড়ে মণ্ডপের তোরণ আর তাঁবু ভেঙে পড়ে আজ বিকেলে মৃত্যু হয়েছে সাত জনের। আহতের সংখ্যা নব্বইয়েরও বেশি। ভেঙে পড়া তাঁবুর তলায় এখনও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।

গত ২২ এপ্রিল উজ্জয়িনীতে শুরু হয়েছে সিংহস্থ কুম্ভ মেলা। চলবে ২১ মে পর্যন্ত। এই মেলা উপলক্ষে প্রায় এক কোটি পূণ্যার্থীর সমাগম হওয়ার কথা এখানে। মেলা শুরুর কয়েক দিনের মধ্যেই এত বড় বিপর্যয় তাই চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। উজ্জয়িনীর পুলিশ কমিশনার রবীন্দ্র পাস্তুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেলা উপলক্ষে যে কয়েক হাজার অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছিল, তার এক তৃতীয়াংশ ভেঙে পড়েছে আজ। আগামী ৯ তারিখ রয়েছে শাহি স্নান। তার আগে অবশ্য ভাঙা তাঁবুগুলি পুনর্গঠন করা সম্ভব নয় বলে জানিয়েছেন পাস্তুর। এ কাজে বেশ কয়েক সপ্তাহ লাগবে। তাঁবু আর মণ্ডপ ভেঙে পড়ার পিছনে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ঝড় আর প্রবল বৃষ্টির জেরেই এই বিপর্যয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরের পর থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। বিকেল নাগাদ প্রবল ঝড় শুরু হয়। সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। হাওয়ার টানেই অস্থায়ী তাঁবুগুলো খড়কুটোর মতো উড়তে শুরু করে। একটি মণ্ডপের তোরণও ভেঙে পড়ে। তার মধ্যেই শুরু হয় হুড়োহুড়ি। আতঙ্কে অনেকেই তাঁবু থেকে তাড়াতাড়ি বেরোতে গিয়ে আঘাত পান। দ্রুত আহতদের জেলা হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। গুরুতর আহতদের পঞ্চাশ হাজার আর তুলনামূলক কম আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। মৃতদের নামের একটি তালিকা প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এঁরা হলেন রুমাল কৌর, অম্বা বাই, প্রহ্লাদ ভগীরথ, ঋষি প্রসাদ, ভুতি বাই। উদাসা এলাকায় বাজ পড়ে মারা গিয়েছেন এক মহিলা। তাঁর পরিচয় অবশ্য জানা যায়নি। মৃতরা সকলেই পূণ্যার্থী কি না, তা স্পষ্ট নয় এখনও। আগামী কাল উজ্জয়িনী
আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

প্রশাসন জানিয়েছে, বৃষ্টির পরে মেলা প্রাঙ্গনে যে পরিমাণ কাদা জমেছে, তা সরিয়ে আহতদের উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। ঘটনার পরে মুখ্যমন্ত্রী চৌহান টুইট করে জানিয়েছেন, উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজেদের কাজ শুরু করেছেন। প্রায় তিন হাজার ছ’শো কোটি টাকা খরচ করে এই মেলার আয়োজন করেছে মধ্যপ্রদেশ সরকার। কিন্তু এক দিনের ঝড়-বৃষ্টিতে কী করে এত বড় বিপর্যয় ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এই বিপর্যয়ের খবর পেয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লিখেছেন, ‘‘বৃষ্টিতে কুম্ভে এত মানুষের মৃত্যুতে বিহ্বল লাগছে। মৃতদের পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দিক ঈশ্বর। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’

Kumbh-mela Ujjain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy